স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দিন ধরে জাতীয় দলে নেই রাজিন সালেহ। বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বড় বড় জয়ে ভূমিকা রাখা রাজিন সালেহ ফের ব্যাট হাতে মাঠে নামলেন।
বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে নিয়ে ছিল সবার আগ্রহ। জাতীয় লিগে তিনি কেমন খেলেন সেটা দেখার জন্য অধীর অপেক্ষা ছিল সবার।
চট্টগ্রামের বিপক্ষে সিলেট বিভাগের হয়ে মাঠে নামেন তিনি। রাজিন সালেহ মোটেই হারিয়ে যাননি। প্রথম দিনে অনবদ্য হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকেন তিনি।
এ দিন ৭২ রান করেন তিনি। সিলেটের রান যখন ২৪০ তখন ১টি ছয় ও ৬ চারের মাধ্যমে ঐ রান করে অপরাজিত থাকেন তিনি।
রাজিনের সাথে রুম্মানও রুখে দেয় চট্টগ্রামের উইকেট নেয়ার স্বপ্ন। তিনি অপরাজিত থাকেন ৭০ রানে।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর