বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের বিষয়ে যা লিখল ভারতীয় মিডিয়া
স্পোর্টস ডেস্ক : দুইদিন আগে ভারতের মাটিতে পা রাখে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বাংলাদেশ শুরুতেই ভারতের বিপেক্ষে মাঠে নামবে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে শুক্রবার থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ-ভারত ও আফগানিস্তানের মধ্যেকার ত্রি-দেশীয় অনুর্ধ্ব-১৯ ক্রিকেট সিরিজ৷
শুক্রবার প্রথম দিন বাংলাদেশের বিরুদ্ধে খেলবে রাহুল দ্রাবিড়ের অনুর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দল৷ ভারতীয় মিডিয়া কলকাতা বলছে, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজ খেলছে ভারতীয় দল৷
শুরু থেকেই আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল। মিরাজদের হারিয়েই সিরিজ জয়ের মিশন শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট শিবির। দ্রাবিড়ের দলে বাংলা থেকে প্রদীপ্ত প্রমাণিক ও কণিঙ্ক শেঠ রয়েছেন৷ সুযোগ পেলে প্রদীপ্তরা কেমন পারফরম্যান্স করেন সেটার দিকেও নজর থাকবে বাংলার ক্রিকেট মহলের ৷
ক্রিকেটারদের মতোই জয় দিয়েই ত্রি-দেশীয় সিরিজ শুরু করতে চাইছে টিম ম্যানেজমেন্ট ৷ বাংলাদেশের বিরুদ্ধে দলের জয়ের ব্যাপারে আশাবাদী টিম ভারতীয় টিম ম্যানেজমেন্টও৷
প্রসঙ্গত, বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল বেশ ফর্মে রয়েছে। কয়েকদিন আগে এই ভারতীয় টিমকেও লজ্জাজনক ব্যবধানে হারিয়েছে মিরাজরা। এবার ভারতের মাটিতে বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ দল।
কয়েকদিন আগে বাংলাদেশ এ দল ভারত সফরে গিয়ে হতাশ করেছে টাইগারভক্তদের। এই সিরিজে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল এবার কেমন খেলে সেটা দেখার অপেক্ষা এবার।
২০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর