বিপিএলে সাকিবদের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন তামিম
স্পোর্টস ডেস্ক : চলছে বিপিএলের মৌসুম। দেশের সর্বত্রই পৌঁছে গেছে ক্রিকেটীয় আবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় আয়োজন এবারের বিপিএল।
তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনার ব্যাটসম্যান। নিজ এলাকা বলে তিনি এই আসরে মাঠ কাঁপাবেন এবার চট্টগ্রাম ভাইকিংসের হয়ে। শুক্রবার অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এ ওপেনার।
তামিম ইকবাল বলেন, দেশের ক্রিকেটাররাই এ আসরে ভালো করবে। বিদেশিরা সাহায্য করবে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার কাজটা করবে দেশের ক্রিকেটাররা।
তামিম বলেন, এবারের টুর্নামেন্টে চট্টগ্রাম একটি ভালো টিম। দেশি-বিদেশি বেশ কয়েকজন ভালো ক্রিকেটার এই দলে রয়েছেন। আমাদের মাউন্ড সেটে কিছুটা সমস্যা রয়েছে।
তামিম ইকবাল নিজের দলের পরিকল্পনা নিয়ে বলেন, আমরা সবাই একসাথে বসে পরামর্শ করব। আমাদের যেসব সমস্যা রয়েছে সেগুলো নিয়ে কথা বলব।
পরে তামিম বলেন, আমার যেসব সমস্যা রয়েছে সেগুলো কাটিয়ে উঠব। একই সাথে দলের সব সমস্য ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, তামিম ইকবালরা সাকিবদের বিপক্ষে ২২ নভেম্বর মাঠে নামবেন। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বিকাল দুইটার দিকে শুরু হবে এই ম্যাচ।
২০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর