স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে বিপিএলের ঝমকালো আয়োজন। এমন আবহে ত্রিদেশীয় সিরিজ খেলতে ভারত সফরে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট টিম।
জয়ের ধারায় থাকা এই টিমের কাছে প্রত্যাশা অনেক। কিন্তু ভারতের মাটিতে পা রেখেই হতাশ করল তারা। ভারত সফরে গিয়ে এ কি করল বাংলাদেশ ক্রিকেট টিম! সেটিই এখন উদ্বেগের বিষয়।
২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সে লক্ষ্যে ছোট টাইগারদের এই ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-আফগান-ভারতের মধ্যেকার এই ত্রিদেশীয় সিরিজে শুক্রবার মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ।
শুরুটা উল্লেখ করার মত করে বাংলাদেশ। ৪৫ ওভার ৩ বলে মাত্র ১৫৮ রানে অলআউট হয় ভারত। ধারনা করা হয় বাংলাদেশ বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে চমকে দেবে।
কিন্তু তা আর হয়নি। মাত্র ২২ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের শুরুতেই এই লক্ষণ কিছুতেই শুভ নয় বাংলাদেশের জন্য। জিম্বাবুয়েকে ৪-০ তে হোয়াইট ওয়াশ করার পরে ভারতের মাটিতে পা রাখে মিরাজরা।
বাংলাদেশ টিমের অধিনায়ক মিরাজ বল হাতে দেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট পেলেও ব্যাট হাতে শূণ্য রানে আউট হন। মিরাজের ব্যর্থতার সাথে সাথেই উল্লেখ করার মত কোনো রান নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের!
ভারতের ১৫৮ রানের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ৩৪ রানের। বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটি ২৬ রানের। ভারতের পক্ষে আশেভ খান একাই ৪টি উইকেট শিকার করেন।
২০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর