শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৫:১৬:২৫

ফের চোট পেলেন মাশরাফি

ফের চোট পেলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বিপদ যেন পিছু ছাড়ছে না মাশরাফি বিন মতুর্জার। জাতীয় লিগে খেলার কথা থাকলেও মাঠে নামা হয়নি তার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেষ হয় তার জাতীয় লিগে খেলার সব স্বপ্ন। সুস্থ হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ ক্রিকেট টিমের। জিম্বাবুয়েকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ শেষে কয়েকদিন রেস্টে থাকেন মাশরাফি। শুক্রবার অনুশীলনে নামেন মাশরাফি বিন মতুর্জা। মিরপুরের মাঠে অনুশীলন করার সময় পায়ের গোড়ালিতে চোট পান তিনি। যাইহোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী যা বলেছেন তাতে বিপিএল শেষ হয়ে যায়নি মতুর্জার। তিনি জানান, মাশরাফির এই চোট গুরুতর কিছু নয়। বিপিএলের শুরু থেকেই খেলার সম্ভাবনা রয়েছে তার। সৌভাগ্যবশত তার এই চোট গুরুতর না হওয়া বেঁচে গেছেন তিনি। প্রসঙ্গত, বিসিবির চিকিৎসকদের পরামর্শে অবসাদ গ্রস্থতা কাটিয়ে উঠতে চেষ্টা করছেন মাশরাফি। ধারনা করা যায় এই চোট তার বিপিএল খেলার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। ২০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে