৫-১০ টাকায় বিক্রি হচ্ছে মেসি-রোনালদো, তৃপ্তি পাচ্ছেন খদ্দেররা
স্পোর্টস ডেস্ক : দোকানদারকে গিয়ে কাস্টমাররা বলছে, আমাকে এক প্যাকেট মেসি দিনতো। কেউ কেউ বলছে আমাকে এক প্যাকেট রোনালদো দিন তো।
গল্প-আড্ডায় কেউবা বলছে কিসের রোনালদো চাচ্ছ তুমি এক প্যাকেট মেসি হলেই তো যথেস্ট। মেসি-রোনালদো এখন দেদারছে বিক্রি হচ্ছে ৫-১০ টাকায়! অর্থাৎ ৫ টাকা বা ১০ টাকায় বিক্রি হচ্ছে সেমি- রোনালদোর বিড়ির প্যাকেট।
বিষয়টা হয়তো ছবি দেখেই বুঝে গেছেন সবাই। বাংলাদেশ সীমান্তের অদূরে মুর্শিদাবাদের জলঙ্গিতে এখন এই রোনাল্ডো-মেসিদের রমরমা। প্যাকেট পাঁচ বা দশ টাকা।
বাসিন্দারা জানাচ্ছেন, বিশ্বকাপে যখন কোনো খেলোয়াড় ভাল খেলেন, তার নামেই বিড়ি বেরোয় এলাকায়। চলেও খুব। পদ্মাপারের জলঙ্গি থেকে চলে আসুন গঙ্গাপারের বাগনান-উলুবেড়িয়া-আমতা-উদয়নারায়ণপুরে। মুর্শিদাবাদ থেকে হাওড়ার গ্রামে।
এখানে দেদারছে ব্রিক্রি হচ্ছে সেমি-রোনালদোর নামে বাজারজাত করা বিড়ি। বিভিন্ন গ্লোবাল ব্রান্ডের চেয়েও মেসি-রোনালদো টেনে বেশ তৃপ্তি পাচ্ছেন খদ্দেররা।
জলঙ্গির এক বিড়ি কারখানার মালিক সফিকুল ইসলাম বলে দিচ্ছেন, সাধারণত নিজের ছেলেপুলের নামে তাদের ছবি দিয়েই প্যাকেট বানাই। কিন্তু কিছু মালিক নিজের বিড়ি খুব কম সময়ে জনপ্রিয় করতে এমন নাম দেয়। আর তাতে বিক্রি বেশি হয়।
সবাই মেসি-রোনালদো টেনে তৃপ্তি নেয়। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ব্যবহার করেই ব্যবসায়ীরা খান্ত নন। সেখানের অনেকে টি-টোয়েন্টি-টোয়েন্টি বিস্কুটও লাভজনক উদ্দেশ্যে বাজারজাত করেছে।
এ ধরনের ব্র্যান্ডিংকে অনৈতিক বলে মনে করছেন বিজ্ঞাপন বিশেষজ্ঞরা। বিষয়টি হয়তো এখন মেসি-রোনালদোর কাছে গড়ানোর অপেক্ষায়।
২০ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর