শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৭:১৩:২৩

বিপিএলে চমক দেখিয়ে জাতীয় দলে ফিরতে চান আমির

বিপিএলে চমক দেখিয়ে জাতীয় দলে ফিরতে চান আমির

স্পোর্টস ডেস্ক:স্পট-ফিক্সিং কেলেংকারির দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি ক্রিকেট মাঠে ফিরলেও এখনো জাতীয় দলে ফিরতে পারেননি পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চমক দেখিয়ে জাতীয় দলে ফিরতে চান তিনি। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া বিপিএলে মোহাম্মদ আমির চিটাগাং ভাইকিংসের হয়ে খেলবেন। নিজের ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করতে দারুণ সুযোগ দেয়ার জন্য চট্টগ্রামের ফ্রাঞ্চাইজিটির প্রতি কৃতজ্ঞতা জানান। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মোহাম্মদ আমির বলেন, ‘বিপিএলের মতো এমন একটা মর্যাদাকর টুর্নামেন্টে খেলতে পাওয়ার সুযোগটা আমার কাছে স্বপ্ন পূরণ হওয়ার মতো। পাকিস্তানের হয়ে ফের খেলার স্বপ্ন পূরণ করার জন্য এটি আমাকে অনেক বড় সাহায্য করবে।’ এরপর চিটাগাং ভাইকিংসকে ধন্যবাদ জানিয়ে আমির বলেন, ‘আমি চিটাগাং ভাইকিংসের চেয়ার‌ম্যানকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে জাতীয় দলে ফেরার সুবর্ণ এক সুযোগ করে দিয়েছেন।’ চিটাগাং ভাইকিংসে পাকিস্তানের তিন তারকা সাঈদ আজমল, কামরান আকমল ও উমর আকমলের সঙ্গে খেলবেন মোহাম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে খেলার মাধ্যমে নিজের সেরাটা দিতে পারবেন বলে আশাবাদী তিনি। এই তরুণ পেসার বলেন, ‘বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড়ের সঙ্গে চিটাগাংকে প্রতিনিধিত্ব করতে পারবো ভেবে আমি রোমাঞ্চিত। আমি এটাও জানি যে দলকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর বড় দায়িত্ব আমার ওপর ন্যস্ত থাকবে।’ আসন্ন বিপিএলে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটি মানেন মোহাম্মদ আমিরও। তবে মূল লক্ষ্য যে শিরোপা জয় করা সেটা জানান এই গতিদানব। আমির বলেন, ‘বিপিএলে আমার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী ২২ নভেম্বর যখন আমরা ঢাকায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবো তখন থেকেই নিজের সেরাটা দেয়ার জন্য ঝাঁপিয়ে পড়বো। আশা করি আমরা শিরোপা জয় করতে পারবো।’ ২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে