শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৭:৫১:২৩

বিপিএল দেখাবে ভারতীয় টিভি চ্যানেল, কিন্তু...

বিপিএল দেখাবে ভারতীয় টিভি চ্যানেল, কিন্তু...

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে বল মাঠে গড়াবে আগামী ২২ নভেম্বর। আর এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইস্যুতে সুখবর দিয়েছে ভারতীয় টিভি চ্যানেল নিও স্পোর্টস। তারা এবারের বিপিএল সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে। কিন্তু তারা শুধু মাত্র দক্ষিণ এশিয়ায় বিপিএলের ম্যাচগুলো সম্প্রচার করবে। বাংলাদেশি দেশীয় চ্যানেল (চ্যানেল-নাইন) এর কাছ থেকে স্বত্ব কিনে সরাসরি সম্প্রচার করবে ভারতের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিও স্পোর্টস। বিপিএলের প্রশংসা করে নিও স্পোর্টস কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড় ও ক্রিকেটের মানের বিবেচনায় বিপিএল ভালো একটি টুর্নামেন্ট। এ কারণেই আমরা এটির ‘সম্প্রচার স্বত্ত্ব’ নিয়েছি। আগামী ২২শে নভেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস এর মধ্যকার উদ্ভোধনী ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটীয় লড়াই। ১৫শে ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে বিপিএলের তৃতীয় আসর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে