মাশরাফির পর আরেক টাইগার ইনজুরিতে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসরে বল মাঠে গড়াবে আগামী রোববার। তবে এরই মধ্যে ইনজুরির কবলে পড়েছেন মাশরাফি বিন মতুর্জ। তবে এবার কুমিল্লা দলের অধিনায়ক মাশরাফির পর আরও একজন টাইগার ক্রিকেটার ইনজুরির কবলে পড়েছেন।
বিপিএলে প্রায় সব দলের খেলোয়াড়েরাই ব্যস্ত শেষ মুহূর্তের অনুশীলনে। আর এমনই অনুশীলনের সময় উদীয়মান পেসার কামরুল ইসলাম রাব্বি আঙ্গুলে চোট পেয়েছেন। আর এই চোটের কারনে বিপিএলের প্রথম কয়েকটি ম্যাচ বাইরে থাকতে হতে পারে এই পেসারকে।
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন কামরুল ইসলাম রাব্বি। তবে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
বিপিএলে কামরুল খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। দলের হয়ে অনুশীলনে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে বোলিং মেশিনে ব্যাটিংয়ের সময় হঠাৎ একটি বল লাফিয়ে উঠে লাগে তার ডানহাতের বুড়ো আঙুলে। এক্সরেতে সূক্ষ্ণ চিড় ধরা পড়েছে আঙুলে।
তবে চোট খুব বেশি নয়, 'ডাক্তার বলেছেন, এক সপ্তাহ পরই মাঠে নামতে পারব। চাইলে এই চোট নিয়েও খেলতে পারি। কিন্তু এখানে আরেকবার আঘাত পেলে চিড় আরও বাড়বে। এজন্যই ঝুঁকি নিতে মানা করেছেন ডাক্তাররা।'
২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ