শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৯:২৪:২১

জমকালো আয়োজনে বিপিএলের উদ্বোধন

জমকালো আয়োজনে বিপিএলের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার রাত পৌনে নয়টায় আসরের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে, বিকেল সাড়ে ৫টায় মিরপুর শেরে ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে রাখছেন দেশি বিদেশি তারকা ও সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতেই বাফার একঝাঁক নৃত্যশিল্পী নিয়ে নৃত্যের তালে সবাইকে মুগ্ধ করেন দেশের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী মৌ। এরপরই সুরের মূর্ছনায় মেতে ওঠে পুরো মিরপুর। জনপ্রিয় ব্যান্ড এলআরবি আর চিরকুটের পরিবেশনায় সুরের রাজ্যে হারিয়ে যান দর্শকরা। এরপর মঞ্চে আসেন মমতাজ। আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। এতে মঞ্চ মাতাবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে, সুপারস্টার হৃত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ অন্যান্য তারকারা। ২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে