শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৪:৪৬:২৮

কুসংস্কারে বিশ্বাসী রুশ টেনিস সুন্দরী!

কুসংস্কারে বিশ্বাসী রুশ টেনিস সুন্দরী!

স্পোর্টস ডেস্ক : সব ক্রীড়াবিদই কমবেশি কুসংস্কারে বিশ্বাসী৷‌ তাই মাঠ ও মাঠের বাইরে এমন বহু কাজ তারা করেন, যুক্তি দিয়ে যার বিচার চলে না৷‌ অনেক ক্রিকেটার ব্যাট করার সময় ডান পায়ের প্যাড আগে পরেন৷‌ অনেকে আবার ব্যাট করার সময় পকেটে রাখেন লাল রুমাল৷‌ এ তো গেল ক্রিকেটের কথা৷‌ ফুটবলে এমন বহু তারকা আছেন যারা সব সময় আগে ডান পায়ের জুতো পরেন৷‌ অনেকে আবার সিন গার্ডে লিখে রাখেন ধর্মীয় বাণী৷‌ কুসংস্কার কি টেনিসে নেই? নিশ্চয়ই আছে৷‌ রাফায়েল নাদাল কোর্টে সব সময় নির্দিষ্ট রুটিন মেনে চলেন৷‌ কুসংস্কারে বিশ্বাসী মারিয়া শারাপোভাও৷‌ সম্প্রতি সোশ্যাল নেকওয়ার্কিং সাইটে প্রকাশিত একটি ভিডিওয় এ কথা সামনে এনেছেন রুশ সুন্দরী৷‌ কী কুসংস্কার মেনে চলেন শারাপোভা? কোর্টে খেলার সময় সব সময় শারাপোভার গলায় থাকে একটি হার৷‌ এই হারটি নাকি তার সৌভাগ্যের প্রতীক৷‌ ছোটবেলা শারাপোভার বাবা-মা এই হারটি তাকে দিয়েছিলেন৷‌ এর পর আর হারটিকে নিজের থেকে আলাদা হতে দেননি শারাপোভা৷‌ ২০০১ সালে পেশাদার সার্কিটে পা রাখার পর থেকে যখনই কোর্টে র্যাকেট হাতে নেমেছেন, গলায় ছিল হারটি৷‌ ২১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে