শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৫:২৪:২৮

ক্লার্কের সাথে একমত নন ওয়াটসন

ক্লার্কের সাথে একমত নন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক : এতদিন ধরে রাগটা যে পুষে রেখেছিলেন, বোঝা যায়নি৷ বোঝা গেল ‘অ্যাসেজ ডায়েরি ২০১৫’ প্রকাশিত হতেই৷ জন বুকানন সম্পর্কে তাঁর ধারণা ঠিক কী, বুঝিয়ে দিয়েছেন মাইকেল ক্লার্ক৷ কোনওরকম রাখঢাক না করেই বলেছেন, ‘বুকাননের থেকে আমার কুকুর ভাল কোচিং করে।’ ক্লার্কের এই মন্তব্য উসকে দিয়েছে বিতর্ক৷ শেন ওয়াটসন যেমন ক্লার্কের কথার সঙ্গে একমত হতে পারছেন না৷ তেমনি আবার ক্লার্কের কথা রেশ টেনে বুকাননকে ঠুকেছেন স্টুয়ার্ট ম্যাকগিল৷ ওয়াটসন বলেছেন, ‘বড্ড কড়া ভাষায় আক্রমণ করে বসেছে ক্লার্ক৷ বুকানন হয়ত ক্রিকেটের সুদক্ষ, বোদ্ধা কোচ নন৷ কিন্তু, ও এমন একটা দলকে সামলেছে, যে দলে ব্যক্তিত্ব সম্পন্ন সব ‌প্লেয়ার ছিল৷ যাদের প্রত্যেকের নিজস্ব ইগো ছিল৷ উনি, সেই সব ‌প্লেয়ারকে এক করেছেন৷ এক দিশায় দলটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন৷ আর উনি ওটা করতে পেরেছিলেন বলেই, দল সাফল্যের শিখর ছুঁতে পেরেছে৷’ ওয়াটসন যখন এমন কথা বললেন, তখন ক্লার্কের সুরেই গলা মেলালেন ম্যাকগিল৷ সাবেক এই লেগ স্পিনারের কথায়, ‘মনে হয় না, বুকাননের কোচ হিসেবে এমন কোনও দক্ষতা ছিল, যাতে ওকে বিশ্বের সেরা কোচের তালিকায় রাখা যায়৷ ওকে ভাল প্রশাসক বলতে পারব না৷ আসলে ওর সময়টা খুব ভাল ছিল। এমন এক অস্ট্রেলিয়া দলকে সামলেছিলেন, যে দলে তিন-তিনজন সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার খেলেছে৷ ওয়ার্ন, ম‍্যাকগ্রাথ আর স্টিভ ওয়া৷ এমন দুর্ধর্ষ দলকে সামলানোর আর কী আছে?’ ২১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে