শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৫:২৭:৪২

ঢাকা মাতলো জ্যাকুলিন-হৃত্বিকের ছন্দে ও আতশবাজিতে!

ঢাকা মাতলো জ্যাকুলিন-হৃত্বিকের ছন্দে ও আতশবাজিতে!

বিনোদন ডেস্ক : বলিউড তারকা হৃত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ থেকে শুরু করে দেশি-বিদেশি তারকারা মাতিয়ে তুললেন বিপিএলের উদ্বোধন। বিকেল ৪টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সাড়ে ৫ টায় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের নাচের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী আয়োজন। শুক্রবার সেই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মাতালেন বলিউড তারকা হৃত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রথমে মঞ্চে আইয়ুব বাচ্চু ও ব্যান্ড চিরকুট। বাংলাদেশের শিল্পীদের পর্ব শেষ হয় মমতাজের গানে। এসব থেকে দর্শকরা বিনোদন খুঁজতে ব্যস্ত ছিল ঠিকই, কিন্তু একই সঙ্গে প্রতীক্ষায় পরের পর্বের। সেই একই গান, একই পরিবেশনা আর কত মাত করবে! মন্দের ভালো হিসেবে বিপিএল নিয়ে নতুন একটি গান গাইলেন মমতাজ। ‘বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চল’ শিরোনামে। ভারতীয় শিল্পীরা মঞ্চে ওঠার বিরতিতেই কালকের একমাত্র ক্রিকেট পর্ব। উদ্বোধন করতে মঞ্চে উঠে বিসিবি সভাপতি নাজমুল হাসান টুর্নামেন্টের গুরুত্ব ধরেন তুলে, ‘পৃথিবীর যে দেশই এখানে আসুক, তারা জানে এখানে এসে ওয়ানডেতে বাংলাদেশকে হারানো কঠিন। তবে টি-টোয়েন্টি এখনো আমরা ঠিক রপ্ত করতে পারিনি। সামনে টি-টোয়েন্টির এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে। সেটি সামনে রেখে এবারের বিপিএল ক্রিকেটারদের খুব কাজে দেবে বলে আশা করি। আর নির্বাচকদের বলব, এই বিপিএল থেকে নতুন দু-একজন ক্রিকেটারকে সেসব টুর্নামেন্টের স্কোয়াডে রাখা যায় কি না, সেটি দেখতে।’ এরপর তিনি নিজে উদ্বোধন না করে সে জন্য ডাকেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। দুটো মাত্র আতশবাজিতেই উদ্বোধন হয়ে যায় বিপিএল। এরপর ছয় ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি হিসেবে ছয় ক্রিকেটার ওঠেন মঞ্চে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের মাশরাফি বিন মর্তুজা, সিলেট সুপারস্টারসের মুশফিকুর রহিম, চিটাগাং ভাইকিংসের তামিম ইকবাল, ঢাকা ডিনামাইটসের নাসির হোসেন, বরিশাল বুলসের মাহমুদ উল্লাহ এবং রংপুর রাইডার্সের সৌম্য সরকার। শেষজন ছাড়া বাকি প্রত্যেকের নিজি নিজ দলের আইকন ক্রিকেটার। সবাই যাঁর যাঁর দলের সাফল্যের জন্য চাইলেন দর্শকদের সমর্থন। এরপরই ভারতীয় গায়ক কেকে। দারুণ গানে সত্যি মাত করেন দর্শকদের। তাঁর গানে সুরে আনন্দের ঢেউ বয়ে গেছে যেমন, তেমনি আবার বিষাদের স্রোতও। আর গানের ফাঁকে ফাঁকে, ‘কেমন আছেন?’, ‘একটা গান হবে?’ ‘খুব ভালো লাগছে’-বাংলায় এসব বলে দর্শকদের আরো মাতিয়ে তোলেন কেকে। লেজার শোর অংশটি ছিল প্রশংসনীয়। ক্রিকেট নিয়ে এই অংশটির স্থায়িত্ব আরো বেশি হতে পারত। এরপর ময়ূরপঙ্খী চড়ে সেলফির ঢঙে অনুষ্ঠান মঞ্চে আসেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। নাচে আর গানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। এরপর রাত ৯টা ৫০ মিনিটে মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড তারকা ঋত্বিক রোশন। বেশ কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে তার মনোমুগ্ধকর নাচ দেখে দর্শকরা। সবশেষে বাংলাদেশ ও বাংলাদেশিদের প্রতি ভালোবাসার কথা জানিয়ে আরেক দফা দর্শকের মন জয় করেন তিনি। ২১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে