শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৯:০৮:১৭

প্রিয় সতীর্থ মেসিকে মাঠে দেখতে চান ইনিয়েস্তা

প্রিয় সতীর্থ মেসিকে মাঠে দেখতে চান ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক: মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামবে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিবন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই ক্লাবের এই হাই-ভোল্টেজ ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্বে চলছে চরম উত্তেজনা। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ক্লাব বার্সার হয়ে মেসির মাঠে নামা নিয়ে দেখা দিয়ে সংশয়। তিনি মাঠে নামতে পারবেন কি পারবে না। তা এখন পর্যন্ত নিশ্চিত করেননি ন্যু ক্যাম্প কতৃপক্ষ। কিন্তু, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠিকই মাঠে ফিরবেন মেসি। এমন আশাবাদই ব্যক্ত করেছেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। অবশ্য, শুরুর একাদশে মেসি থাকবেন কিনা তা দেখার জন্য খেলা শুরু হওয়া পর্যন্ত ভক্ত-সমর্থকদের অপেক্ষায় থাকতে হবে। এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘বর্তমানে ভালো অবস্থায় রয়েছে মেসি। আশা করছি, রিয়ালের বিপক্ষে এক সঙ্গেই মাঠে নামতে পারবো। তার ফিটনেস নিয়ে আমরা সবাই আশাবাদী। মেসি শুরুর একাদশে থাকলে আমাদের জয়ের সম্ভাবনাও বেড়ে যাবে। তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সঠিক সিদ্ধান্তই নিতে হবে।’ প্রসঙ্গগত, শনিবার (২১ নভেম্বর) রিয়ালের মুখোমুখি হবে বার্সা। বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে