বাংলাদেশের মাটিতে বিপিএল কাঁপানো নিয়ে যা বললেন মিসবাহ
স্পোর্টস ডেস্ক : এক সময়ে পাকিস্তানের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক ছিলেন মিসবাহ উল হক। এখন পাকিস্তানের টেস্ট অধিনায়ক তিনি।
বিশ্বকাপের পর ক্যারিবীয়ান টি-টোয়েন্টি লিগে অংশ নেন মিসবাহ উল হক। সেখানে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ধীরবুদ্ধি সম্পন্ন এই দায়িত্বশীল ব্যাটসম্যান বাংলাদেশে এসে বিপিএল মাতাবেন রংপুর রাইডার্সের হয়ে।
কয়েকদিন পরেই ঢাকায় আসবেন তিনি। সাকিব থাকবের রংপুরের অধিনায়ক। বিপিএল খেলা নিয়ে মিসবাহ বলেন, বিপিএল আমাকে ফিটনেস ধরে রাখতে সহয়তা করবে।
ব্যাটিংয়ে দক্ষতা বৃদ্ধি করবে মত দিয়ে তিনি বলেন, রংপুরের হয়ে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন তিনি। টি-টোয়েন্টির প্রতি মিসবাহর রয়েছেন বেশ আগ্রহ।
বিপিএল নিয়ে কথা বলার সময় তার কন্ঠেই পরিস্কার হয় এটি। অবসর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, খেলতে চাই আমি। কখন অবসর নেব সেটা জানিনা।
আগামীকাল (রোববার) রংপুর -চট্টগ্রাম মাঠে নামছে। পাকিস্তান যখন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে তখন বিপিএল খেলতে আসবেন আরো কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার।
ঢাকায় এসে নিজ নিজ দলে যোগ দিবেন তারা। প্রসঙ্গত, এবারের বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য রয়েছে। বিসিবির দেয়া তথ্যমতে ৫৪ জন পাকিস্তানি ক্রিকেটার ২০১৫ বিপিএলে অংশ নিবে।
২১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর