বিপিএল ও সতীর্থকে নিয়ে হাফিজের আজগুবি তথ্য
স্পোর্টস ডেস্ক: বিপিএল তৃতীয় আসরে খেলার জন্য পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে নাকি লোভনীয় প্রস্তাব দিয়েছিল চিটাগাং ভাইকিংস। তারপরও সে ফ্রাঞ্জাইজিটির প্রস্তাবে রাজি হননি। কারণ হিসেবে দুবাইয়ে পাকিস্তানি উর্দু দৈনিক ‘জংকে জানিয়েছেন, ওই দলের হয়ে স্বদেশি ক্রিকেটার মোহাম্মদ আমির খেলবেন বিধেয় তিনি এই আসরে অংশ নিবেন না।
গতকাল (শুক্রবার)পত্রিকাটিকে তিনি আরো বলেন, ‘এটি কোনো ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তিগত শত্রুতার কারণে নয়। বরং এটি পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তির বিষয়। আমি এমন কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারি না যে কী দেশকে কলঙ্কিত করেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।’
প্রসঙ্গত, বিপিএলের তৃতীয় আসরের জন্য পাকিস্তানের ১৬ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে বাংলাদেশের ছয়টি ফ্রাঞ্চাইজি। ইংল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে টি-২০ সিরিজ শেষ করে সরাসরি বাংলাদেশে আসবেন পাকিস্তানি ক্রিকেটাররা।
বিপিএলের তৃতীয় আসরের জন্য চুক্তিবদ্ধ পাকিস্তানের শীর্ষ খেলোয়াড়রা হলেন- শহিদ আফ্রিদি, সাঈদ আজমল, উমর আকমল, কামরান আকমল, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, কামরান আকমল, মোহাম্মদ ইরফান, ইমাদ ওয়াসিম প্রমুখ।
২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর