শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ১২:৫৭:২৭

বিপিএলে ৬ দলের ৬ বিদেশি আইকনের তালিকায় যারা

বিপিএলে ৬ দলের ৬ বিদেশি আইকনের তালিকায় যারা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো শুরুই হয়ে গেছে। এর আগে বিপিএল আসরের জন্য দেশীয় ক্রিকেটারদের মধ্যে ৬ জনকে আইকন ক্রিকেটার হিসাবে ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই তালিকায় রয়েছেন, মাশরাফি, তামিম, সাকিব, রিয়াদ, মুশফিক ও নাসির। বিপিএলে ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলবেন তারা। এবার ক্রিকেটপ্রেমীদের দেখে নেয়ার সুযোগ হলো ৬ বিদেশি আইকন ক্রিকেটারকে। যারাও বিপিএলের বিভিন্ন দলের হয়ে খেলবেন। এদের মধ্যে নাম্বার ওয়ান হলেন ক্রিস গেইল। এই ক্যারিবীয়ান দানব খেলবেন বরিশাল বুলসের হয়ে। মার কাট কাট তথা টি-টোয়েন্টি ক্রিকেটের বিভিন্ন রেকর্ডের একচ্ছত্র অধিপতি তিনি। চট্টগ্রাম দলের বিদেশি আইকন ক্রিকেটার হলেন কামরান আকমল। কয়েকদিন আগে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের দল বার্বাডোজকে একাই ফাইনালে তোলেন তিনি। শুধু এটাই নয় এই উইকেটকিপার ব্যাটসম্যান একাই ফাইনালে জেতান নিজ দলকে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরেকজন আইকন হলেন সুনীল নারিন। বিশ্বের সেরা বোলার তিনি। উইকেট যেমন তুলে নেন তেমনি রান দেয়ার দিক থেকে বেশ কৃপন তিনি। আইপিএলের বিশেষ আকর্ষণ ছিলেন নারিন। এই নারিন খেলবেন কুমিল্লার হয়ে। ৪র্থ আইকন হলেন কুমার সাঙ্গাকারা। সম্প্রতি টি-টোয়েন্টির আসর অল-স্টার লিগেও সর্বোচ্চ রান সংগ্রহ করেন তিনি। সেখানে তার গড় ছিল ৫১। এই আইকন এবার খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। আর একজন আইকন হলেন মিসবাহ উল হক। পাকিস্তানের মত ক্রিকেট টিমের অধিনায়ক খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। টি-টোয়েন্টিতেও লম্বা ব্যাটিং করে থাকেন তিনি। তার ধীরবুদ্ধিতে বদলে যায় দলের ভাগ্য। সিলেট দলের বিদেশি আইকন ক্রিকেটার হলেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার নায়ক শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদি অনেকটাই অতুলনীয় কেননা তিনি ব্যাট হাতেও যেমন দানব হয়ে ওঠেন তেমনি বল হাতে একাই ধস নামাতে পারেন প্রতিপক্ষের। বিপিএলের এই ছয় বিদেশি আইকনের দিকে বিশেষ দৃষ্টি থাকবে ক্রিকেটপ্রেমীদের। ধারনা করা যায় দেশিয় তারকাদের সাথে আসর মাতিয়ে রাখবেন তারা। ২১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে