বিপিএল নিয়ে হাফিজের মিথ্যাচার
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলবেন মোহাম্মদ আমির। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থেকে মুক্তি প্রাপ্ত আমিরের কারণেই নাকি চিটাগাং ভাইকিংসের হয়ে খেলতে রাজি হননি আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। কিন্তু অদ্ভুত এক মজার তথ্য হলো, বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে হাফিজকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি।
সম্প্রতি দুবাইয়ে জং পত্রিকাকে হাফিজ জানিয়েছেন, বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলতে নাকি তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। যার অঙ্কটা ১০ মিলিয়ন পাকিস্তানি রুপি। তবে আমির খেললে তিনি খেলবেন না। পত্রিকাটিকে হাফিজ বলেন, ‘এটা (আমিরের সঙ্গে খেলা) কোনো ব্যক্তিত্বের সংঘাত নয়।। এটা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তির বিষয়। আমি এমন কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলতে চাই না, যে দেশকে কলঙ্কিত করেছে।’
এদিকে চট্টগ্রাম ভাইকিংসের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন বলেন, ‘চট্রগ্রামের হয়ে খেলার জন্য মোহাম্মদ হাফিজকে কোন প্রস্তাব দেয়া হয়নি। এ বিষয়ে সে পুরোপুরি মিথ্যাচার করছে।
প্রসঙ্গত, বিপিএলের তৃতীয় আসরের জন্য পাকিস্তানের ১৬ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে বাংলাদেশের ছয়টি ফ্রাঞ্চাইজি। ইংল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে টি-২০ সিরিজ শেষ করে সরাসরি বাংলাদেশে আসবেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিপিএলের তৃতীয় আসরের জন্য চুক্তিবদ্ধ পাকিস্তানের শীর্ষ খেলোয়াড়রা হলেন- শহিদ আফ্রিদি, সাঈদ আজমল, উমর আকমল, কামরান আকমল, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, কামরান আকমল, মোহাম্মদ ইরফান, ইমাদ ওয়াসিম প্রমুখ।
এবারের বিপিএলে ছয় ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৬ জন পাকিস্তানি ক্রিকেটার খেলবেন। তবে কোনো দলের স্কোয়াডেই হাফিজের নাম নেই! তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।
২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর