সেই দুই পাকিস্তানির কারণেই বিপদ পাকিস্তান ক্রিকেট টিমে
স্পোর্টস ডেস্ক : শেষ লজ্জার ষোলোকলা পূর্ণ হয়েছে পাকিস্তান টিমের। ইংল্যান্ডের কাছে সেই দুই পাকিস্তানির কারণেই বিপদ ঘটেছে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট টিম।
যেন অধঃপতন হলো পাকিস্তান ক্রিকেট টিমের। যে আশঙ্কাটা বেশ আগে করা হয় সেটাই এবার সত্যি হলো। লজ্জায় যেন বিবর্ণ হয়ে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে ইংল্যান্ডের কাছে সিরিজে হেরেছে পাকিস্তান। শেষ ম্যাচে মান বাঁচানোর জন্য ড্রয়ের সম্ভাবনা ছিল পাকিস্তানের। কিন্তু সেটাও হতে দেয়নি পাকিস্তানের বংশোদ্ভুত দুই ইংলিশ ক্রিকেটার মঈণ আলী ও আদিল রশিদ।
শেষ ম্যাচে বল হাতে পাকিস্তান শিবিরে ধস নামিয়ে নিজ দলকে ৮৪ রানের বিশাল জয় এনে দেন তারা। দুই জনেই ৩টি করে উইকেট শিকার করেন। শেষ ও চতুর্থ ওয়ানডেতে ৩৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নামে পাকিস্তান।
রানের চাকা সচল থাকলেও আগ্রসর হতে দেননি এই দুই বোলার। ৪০ ওভার ৪ বল খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ যখন ২৭১ রান তখন শেষ হয়ে যায় সিরিজ ড্র করার সব চেষ্টা।
৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। বাবর আজম, রিজওয়ান ও সরফরাজকে ফেরান রশিদ। আনওয়ার আলী, রিয়াজ ও ইয়াসিরকে ফেরার মইণ আলী।
অন্য বোলারদের মধ্যে উইলি দুটি ও টপলি একটি উইকেট শিকার করেন। টপলি ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা শোয়েব মালিককে। ৩৪ বলে ৫২ রান করার পরে বিদায় নেন শোয়েব মালিক।
এর আগে টেস্টে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে পাকিস্তান। পরে ওয়ানডে সিরিজে হার মানে পাকিস্তান। এখন টি-টোয়েন্টি সিরিজে লড়াইয়ের অপেক্ষায় রয়েছে দুই দেশ।
২১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর