যে ভারতীয় বোলারের দুর্দান্ত তাণ্ডবে টাইগার শিবিরে ধস
স্পোর্টস ডেস্ক : লক্ষ্য ও গন্তব্যে ছন্দপতন। অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় সিরিজে ভারতের বোলিংয়ে বেআব্রু বাংলাদেশ৷ সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশকে উড়িয়ে দিল রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন অনূর্ধ্ব ১৯ ভারত৷
শুক্রবার থেকে কলকাতায় বসছে ত্রিদেশীয় সিরিজের আসর৷ এক ভারতীয় বোলারের তাণ্ডবেই টাইগার শিবিরে ধস। প্রথম ম্যাচেই উজ্জিবীত দ্রাবিড়ের ছেলেরা৷ মাত্র ১৫৮ রান সম্বল করে ৮২ রানে ম্যাচ জিতে নেই ভারত৷ এর নায়ক আভাস।
শুক্রবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যায়ল ক্যাম্পাসে আঠারো উর্ধ্ব আভাসের দাপুটে বোলিংয়ে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ৷ ছ’ ওভার হাত ঘুরিয়ে তিনটি মেডেন-সহ চার রান দিয়ে চারটি উইকেট তুলে নেয় মধ্যপ্রদেশের আঠারো উর্ধ্ব ডানহাতি পেসার৷
ম্যাচ জিতে দ্রাবিড়ীয় প্রশংসায় আভাস৷ তিনি বলেন, ‘দ্রাবিড় আমাকে স্টাম্প টু স্টাম্প বল করতে বলেছিলেন৷ আমি সেটাই চেষ্টা করে গিয়েছি৷ একজন ব্যাটসম্যানের দিক থেকে বোলারদের বল করতে বলেন দ্রাবিড়৷
১৫৮ রান নিয়ে জেতার কথা আগে থেকে বলা সম্ভাব নয়৷ কিন্তু বোলিং করতে নেমে আমরা একশো শতাংশ দিয়েছি৷’ বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই বাংলাদেশ ওপেনার সইফ হাসানের স্টাম্প ছিটকে দেন আভেস৷ শনিবার অনূর্ধ্ব ১৯ আফগানিস্তান দলের বিরুদ্ধে খেলবে দ্রাবিড়ের ভারত৷-কলকাতা
২১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর