বাংলা সিনেমায় মাতিয়ে তুলবেন মেসি!
স্পোর্টস ডেস্ক : মেসি আসছেন বাংলা চলচ্চিত্রে! বিস্ময়কর এই সংবাদ বাংলা ভাষাভাষীদের পুলকিতই করছে। ফুটবলের নতুন জাদুকর লিওনেল মেসিকে নিয়ে বিশ্বে নানা ভাষায় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন হচ্ছে। বাহ, বাংলা সিনেমায় ভক্তদের মাতিয়ে তুলবেন মেসি!
এবার সেখানে যোগ দিচ্ছেন পরিচালক রিঙ্গো। তার আগামী ছবির নাম মেসি। পরিচালক ছবির পুরো কাহিনীতে মেসিকে ঠিক প্রেরণা হিসেবে নেওয়া হচ্ছে।
চলচ্চিত্রের পুরো ঘটনা আবর্তিত-বিবর্তিত হয়েছে পাড়ার ফুটবল কেন্দ্রীক। সেখানে নায়কের বৈঠকখানায় মেসির কিছু দুর্দান্ত ছবি। সেখানে মেসিকে টেনে আনা ফুটবলে। ছবি মেসির বেশ কিছু ভিডিও ফুটেজ ব্যবহার করা হবে। উল্লেখ্য, রিঙ্গে এর আগেই স্পোর্টস নিয়ে ‘ওপেনটি বায়োস্কোপ’ নামে একটি ছবি বানিয়েছিলেন।
পরিচালকের বর্ণনা অনুযায়ী গল্পটা মধ্যবিত্ত এক ফুটবল পরিবারের গল্প। যে পরিবারের বাবা দারুণ স্ট্রিট ফুটবল খেলতেন এমন এক সময় যখন ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের কমেন্ট্রি করছেন অজয় বসু, মোহনবাগান ক্লাবে খেলছেন বিদেশ বসুর মতো ফুটবলার।
এই বাবা চেয়েছিলেন গলির ফুটবলকে মাঠের উচ্চতায় নিয়ে যেতে। কিন্তু তাকে বলা হয়েছিল রাস্তার খেলা রাস্তাতেই মানায়। ফুটবল নিয়ে তার স্বপ্নের ইতি সেখানেই। বাবার ‘ব্ল্যাক বুক’-এ জমা হতে থাকে ফুটবল নিয়ে নানা ট্যাকটিকস্।
ছবিতে ছোট ফুটবলারের চরিত্রে ঋদ্ধি সেন। আর বড় ফুটবলার চরিত্রে সৌমিত্র-দৌহিত্র রণদীপ বসু। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফ্লোরে যাচ্ছে মেসি। আঠারো দিনেই শ্যুট শেষ করে ফেলার পরিকল্পনা। ম্যাকনেল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড-এর তরফে প্রদীপ চুড়িওয়ালের প্রযোজনায় এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতেই।-দ্যা রিপোর্ট
২১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর