বার্সা-রিয়াল ম্যাচে নিরাপত্তা জোরদার
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকের এল ক্লাসিকো ম্যাচের দিকে। আর কয়েক ঘন্টা পরই শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হাই-ভোল্টেজ ম্যাচটি। চিরপ্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটিতে অংশ নিবেন বর্তমান বিশ্বের তারকা ফুটবলাররা।
রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোর এ ম্যাচটি শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় শুরু হবে।
দুই দলেরই পালে এখন সুখের বাতাস। তবে, চোট কাটিয়ে ফেরা বার্সার লিওনেল মেসিকে মাঠে নামানো নিয়ে দেখা দিয়েছে খানিকটা সংশয়। এছাড়া দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইভান রেকিতিচও। আর দুর্দন্ত ফর্মে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার এবং উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ।
রিয়ালের সেরা তারকাদের ঘরের মাঠে নামার সম্ভাবনা বেশি। চোট কাটিয়ে ওয়েলস তারকা গ্যারেথ বেল আর করিম বেনজেমা দলের অনুশীলনে ফিরেছেন। দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঝে কিছুটা ছন্দপতন ঘটলেও বিশ্বসেরা এ স্ট্রাইকারের ঘরের মাঠে জ্বলে উঠতে হয়তো এতটুকুও সময় লাগবে না।
পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থানটা ধরে রাখতে রিয়ালের মাঠে যে কোন মূল্যে জয় চান কোচ এনরিকে। অন্যদিকে স্বাগতিকে রিয়ালও চান সফরকারীদের বড় শক্তি নেইমার-সুয়ারেজকে কোনঠাসা করে সম্ভাব্য জয় তুলে নিতে।
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সা ১১ রাউন্ড শেষে অর্জন করেছে সর্বোচ্চ ২৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলা রিয়াল ২৪ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে অবস্থান করছে।
ফ্রান্সের স্টেডিয়ামের পাশে সন্ত্রাসী হামলার জের ধরে এল ক্লাসিকো ম্যাচে বাড়তি নিরাপত্তা জোরদার করার ঘোষণা দেয় স্পেনের নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি ফ্রান্সিসকো মার্টিনেজ। তিনি জানান, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিগুন সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এল ক্লাসিকো ম্যাচ ঘিরে মাদ্রিদে অন্তত এক হাজার পুলিশ সদস্য উপস্থিত থাকেন। মোট কথা পুরো মাদ্রিদ শহর নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হবে।
২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর