শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৫:১৯:২৩

সাকিবের সঙ্গী হতে পেরে উচ্ছ্বসিত সেই ক্যারিবীয়ান খেলোয়াড়

সাকিবের সঙ্গী হতে পেরে উচ্ছ্বসিত সেই ক্যারিবীয়ান খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। দেশের ঘরোয়া লিগটিতে এই প্রথমবারের মত অংশ নিচ্ছেন ওয়েস্টইন্ডিজের তারকা খেলোয়াড় ড্যারেন সামি। রংপুর রাইডার্সের হয়ে মাঠে দেখা যাবে তাকে। আর সেই সুবাধে সতীর্থ হিসেবে পাচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আর তাতেই বেশ উচ্ছ্বসিত সামি। দুজনের একসঙ্গে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের দল সেন্ট লুসিয়া জর্কসে খেলার কথা ছিল। কিন্তু বিসিবি অনুমতি না দেয়ায় সেবার ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলা হয়নি সাকিবের। ওই আক্ষেপ এবার বিপিএল দিয়ে পূরণ করতে চলছেন ড্যারেন সামি। গতকাল রাতে বাংলাদেশে আসার পরের দিনেই ক্লান্ত শরীর নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলনে নেমে পড়েন ড্যারেন সামি। ফাঁকে সাকিবের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করে সামি বলেন, ‘আমি অবশ্যই তার (সাকিব) সঙ্গে খেলতে উৎসুক। তার সঙ্গে খেলার একটি সুযোগ এসেছিল। আমার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি সেন্ট লুসিয়া জর্কসে তার খেলার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। সে ওখানে যেতে পারেনি। তবে এবার সুযোগটি আসায় আমি বেশ উচ্ছ্বসিত।’ সাকিব বর্তমান সময়ের সেরা পারফরম্যার তা অস্বীকার করেননি ক্যারিবীয়ান এই সাবেক অধিনায়ক। বলেন, ‘সাকিব একজন চমৎকার ক্রিকেটার। শুধু বাংলাদেশেই না। বিশ্বের সব জায়গাতেই সে ভালো পারফরম্যান্স করে। একজন সত্যিকারের অলরাউন্ডার সে। টি-টোয়েন্টিতে সে খুব অভিজ্ঞ।’ ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে