আপনি জানেন কি, ৩০ বছর ক্রিকেট খেলে কয়টি জয় পেয়েছেন টাইগাররা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর থেকে ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে গত ৩০ বছরে দেশের মাটিতে টানা কয়টি সিরিজ জয়ের রেকর্ড ছিল? সেই পরিসংখ্যান ঘেঁটে-ঘুঁটে কোনো লাভ নেই। কারণ দেশের বাইরে পরিসংখ্যানটাই বলে দিচ্ছে টাইগারদের সময়টা অনেক পাল্টে গেছে। এখন টাইগারদের ব্যাট বলে কয়ে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে। বাংলাদেশ ক্রিকেটের আজকের এই অবস্থানে আসার অন্যতম কারণ হচ্ছে সাংগঠনিক দক্ষতা। শখের বশে ভদ্রলোকের এই খেলাটা শিখে আজ বাংলাদেশ ক্রিকেট পৌছে গেছে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ চূড়ায়।
বিশ্বকাপের পর নিজেদের ঘরে মাঠে টানা ৫টি সিরিজ জয়! যেন রূপকথার গল্প বলেই এমনটা মনো হতো ঠিক এক বছর আগে। কিন্তু সেটাই এখন বাস্তব। ঘরের মাঠে টানা পাঁচটি সিরিজ জয়ের বিরল কৃতিত্ব দেখালো বাংলাদেশের অদম্য ক্রিকেটাররা। মাশরাফির অসাধারণ নেতৃত্বে গত বছর নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে শুরু। এরপরের নামগুলো শুনলে যে কারও ফিলে চমকাবে- পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে।
ক্রিকেটে সত্যিই অসাধারণ, রূপকথারমতই সুন্দর একটি বছর পার করলো বাংলাদেশ। গত বছর নভেম্বর-ডিসেম্বরে এই জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ঘরের মাঠে অপরাজেয় যাত্রা শুরু মাশরাফি বাহিনীর। সে থেকে এ পর্যন্ত ঘরের মাঠে টানা ৫টি সিরিজ জয় করলো বাংলাদেশ।
গত বছর শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় দিয়ে শুরু। ৫ ম্যাচের সব কটিতেই জয়। এরপর ছিল মার্চ-এপ্রিলে বিশ্বকাপ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতেও স্বপ্নের একটি বিশ্বকাপ খেলে বাংলাদেশ উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচে আম্পায়ারদের বাজে সিদ্ধান্তেও মুখোমুখি না হলে, হয়তো সেমিফাইনালও খেলতে পারতো মাশরাফি বাহিনী।
দিন দিন টাইগারদের ক্রিকেট পারফরমেন্স গ্রাফটা ওপরের দিকেই উঠছে। গত ৩০ বছরে ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে ৪৪৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে টাইগাররা। জয়ের সংখ্যা মাত্র ১১৭টি হলেও এই হারটা দ্রুত বেড়েছে গত পাঁচ বছরে। কি কারণ এই সাফল্যের? পরিশ্রম আর দলগত পারফরমেন্স তো আছেই, সাবেকরা বলছেন মাঠের বাইরেও অনেক শক্তিশালী হয়েছে বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেট ম্যানেজমেন্ট অনেক বড় দায়িত্ব পালন করেছে আজকের এই অবস্থানে আসার পেছনে।
এরকম শক্তিশালী ম্যানেজমেন্ট একদিনে হয় নি। অনেক চড়াই উৎরাই পেরিয়েছে ক্রিকেট বোর্ড। সাবেক ক্রিকেটাররা ভাবতেই পারেন নি এখনকার মতো উন্নতি। স্বাধীনতা পরবর্তী সময়, আশির দশক, নব্বইয়ের দশকেই বা কেমন ছিল মাঠের বাইরের ক্রিকেট?তবে, এখনও অনেক কাজ বাকী ক্রিকেট বোর্ডের। বিশেষ করে দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা এবং টেস্ট ম্যাচের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দেয়া প্রয়োজন বলে মতামত সাবেকদের।
২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস
�