শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৭:০৩:১৫

বিপিএল নিয়ে বাজে মন্তব্য করায় হাফিজকে নিয়ে যা বললেন বললেন তামিম

বিপিএল নিয়ে বাজে মন্তব্য করায় হাফিজকে নিয়ে যা বললেন বললেন তামিম

স্পোর্টস ডেস্ক : বিপিএল শুরু হওয়ার সময়ই বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বাজে মন্তব্য করেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। মোহাম্মদ হাফিজ বিপিএল নিয়ে যা বলেছেন তা কিছুতেই মেনে নেয়ার মত নয়। এই জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিৎ তার। বিপিএলে নিষিদ্ধ ক্রিকেটারকেও নেয়া হয় বলে মন্তব্য করেন তিনি। তবে হাফিজের গোপন হাঁড়ি ভেঙে গেছে এবার। বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা আকরাম খান এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। হাফিজ পাকিস্তানের জং নামের একটি পত্রিকায় সাক্ষাৎকার দেন যে, আমিরের মত স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ ক্রিকেটার বিপিএলে খেলান সুযোগ পেয়েছে। এই কারণে প্রস্তাব পেয়েও আমি বিপিএল খেলতে রাজি হয়নি। আমিরের দল চট্টগ্রাম ভাইকিংসের কাছে থেকে বিপিএল খেলার প্রস্তাব পান বলে নিজ দেশের ওই মিডিয়াকে জানান তিনি। চট্টগ্রাম দলের উপদেষ্টা আকরাম খান গোপন হাঁড়ি ভেঙে দেন হাফিজের। তিনি জানান, হাফিজকে আমরা কোনো প্রস্তাবই দেইনি। পরে যুক্তিও দেখান আকরাম। আকরাম খান বলেন, দেখেন আমরা যেসব বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে চেয়েছি সে তালিকা প্রকাশিত হয়েছে। বিসিবিতেও রয়েছে। কেননা বিসিবির অনুমতি ছাড়া নিজস্বভাবেও কারও সাথে যোগাযোগ করার সুযোগ নেই। আকরাম জানান, আমাদের পছন্দের তালিকায় হাফিজ ছিলেন না। এই বিষয়টি শুনে অভিভূত হন তামিম ইকবাল। তামিম ইকবাল বলেন, কোন কোন বিদেশি ক্রিকেটারকে প্রস্তাব দেয়া হয়েছে সেটা আমি জানি। দেশসেরা ওপেনার তামিম ইকবাল জানান, হাফিজকে প্রস্তাব দেয়া হলে সেটা আমি অবশ্যই জানতাম। আমার মতে তাকে এই ধরনের কোনো প্রস্তাব দেয়া হয়নি। প্রসঙ্গত, মোহাম্মদ হাফিজ হয়তো তার ব্যক্তিত্ব রক্ষা করতে গিয়ে চালাকি করতে চেয়েছিলেন। কিন্তু এর মাধ্যমে ক্রিকেট বিশ্বের কাছে বড় লজ্জাই পেতে হলো তাকে! ২১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে