শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৭:৪১:১৩

আবারো ভারত পাকিস্তানের খোঁচাখুঁচি

আবারো ভারত পাকিস্তানের খোঁচাখুঁচি

স্পোর্টস ডেস্ক: ইন্দো-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আবারও শুরু হয়ে গেল ভারত পাকিস্তানের খোঁচাখুচি। আজ বিসিসিআই কর্মকর্তা রাজীব শুক্লা পাকিস্তানকে হালকা একটা খোঁচাই দিয়ে বসলেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিকে সরাসরি জানিয়ে দিয়েছেন তাদের সাথে হোম সিরিজ খেলতে চাইলে একটা নিরাপদ ভেন্যু বানাতে। চলতি বছর ডিসেম্বরেই মাঠে গড়ানো কথা ছিলো বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ক্রিকেট এই সিরিজ। কিন্তু ভারত ক্রিকেট বোর্ডের এ কর্মকর্তার এমন আচরণ বুঝে যাচ্ছে আবারও মিলিয়ে যাচ্ছে সিরিজটা। নিরাপত্তা ঝুঁকিতে প্রায় ছয় বছর নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছে না পাকিস্তান। এ বছরের জিম্বাবুয়ে সিরিজটি বাদে বাকি সব হোম সিরিজ তাদের খেলতে হয়েছে অন্য দেশে। আপাতত সংযুক্ত আরব আমিরাতকেই ঘাঁটি বানিয়ে নিজেদের সিরিজগুলো আপাতত সেখানেই খেলছে পাকিস্তান। বহুল আলোচিত ভারত-পাকিস্তান সিরিজটিও সেখানেই আয়োজনের ইচ্ছে ছিল তাদের। কিন্তু ভারতীয় সরকারের আবার মরুর বুকে ক্রিকেট খেলার প্রস্তাবটি মনঃপূত হয়নি। ভারত নিজেদের মাটিতেই পাকিস্তানকে ‘স্বাগতিক’ বানিয়ে সিরিজ খেলতে চেয়েছিল। কিন্তু নিজেদের অহংবোধ জেগে ওঠায় সে প্রস্তাবে সম্মত হয়নি পাকিস্তান। ২১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে