শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৭:৫০:২৯

শোকে কাতর গোটা ক্রিকেট বিশ্ব

শোকে কাতর গোটা ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক : ফিলিপ হিউজের পথ ধরলেন ব্যাটসম্যান ভ্যান। কয়েক দিন আগে খেলার মাঠেই লুটিয়ে পড়েন ভ্যান। মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় হাসপাতালে। খেলার মাঠে আহত হওয়া সেই ব্যাটসম্যানের আর ঘুম ভাঙেনি, চিরবিদায় জানিয়েছেন বিশ্বকে। তার মৃত্যুতে শোকে কাতর ক্রিকেট বিশ্ব। হাসপাতালের কোমায় রাখা হয় তাকে। ডাক্তারদের নিবিঢ় পরিচর্যাও বাঁচাতে পারেনি নামিবিয়ার ক্রিকেটার রেমন্ড ভ্যান স্কুরকে। বুধবার নামিবয়ার রাজধানী উইন্ডহোকে এক প্রথম শ্রেণির ম্যাচে ব্যাটিং করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন বছর পঁচিশের এই ক্রিকেটার৷ শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উদীয়মান এই ক্রিকেটার৷ ২০০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন স্কুর৷ স্কুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ক্রিকেট নামিবিয়ার প্রেসিডেন্ট রিচার্ড ফ্র্যাঙ্কলে৷ বুধবার ব্যাটিং করার পর মাঠে তার এক সতীর্থ নিকোলাসের কাছে পানি চান। এক বা দুই ঢোক পানি পানের পরেই মাটিতে লুটিয়ে পড়েন ভ্যান। জ্ঞান হারান তিনি। আর জ্ঞান ফেরেনি তার। চিরতরেই ঘুমিয়ে পড়লেন ভ্যান। ২১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে