শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৮:৩৭:৫০

বাংলাদেশের মাটিতে নেতৃত্ব পেয়ে যা বললেন সাঙ্গাকারা

বাংলাদেশের মাটিতে নেতৃত্ব পেয়ে যা বললেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক: এবারের বিপিএলে প্রতিপক্ষকে টেক্কা দিতে শ্রীলঙ্কার কিংবদন্তী কুমার সাঙ্গাকারার হাতে অধিনায়কত্ব বুঝে দিয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশের মাটিতে একটি দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জটিকে খুব দু:সাধ্য ভাবছেন না বিপিএলে ঢাকা ডায়নামাইটসের এই অধিনায়ক। তার মতে ভিনদেশের একটি দলকে নেতৃত্ব দেওয়া খুব কঠিন ব্যাপার। শনিবার অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে ঢাকা ডায়নামাইটস অধিনায়ক জানালেন, পেশাদার ক্রিকেটে কাজটা খুব কঠিন নয়। এই ক্রিকেটারররা বছর জুড়ে অনেক অনেক ক্রিকেট খেলছে; নিজেদের কাজটা খুব ভালো জানে। তাদের সামলানো খুব কঠিন কাজ হবে না। তাছাড়া ওদের অনেকের সঙ্গেই বা বিপক্ষে আমি খেলেছি।তবে বাংলাদেশের মাটিতে এবার নেতুত্ব পেয়ে আমার কাছে খুব চ্যালেঞ্জ মনে হচ্ছে। তবে সব মিলিয়ে আমার তো মনে হয় এদেশের মাটিতে খুব ভালো সময় কাটবে। এই টুর্নামেন্টে খেলতে আসার আগে যুক্তরাষ্ট্রেও খুব ভালো সময় কাটিয়ে এসেছেন সাঙ্গাকারা। অল স্টার ক্রিকেটে শচিনস ব্লাস্টার্সের বিপক্ষে খেলেছেন ওয়ার্নস ওয়ারিয়র্সের হয়ে। তিনটি ম্যাচেই খেলেছেন দুর্দান্ত। ২১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে