শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৯:১৫:২৩

টি-টোয়েন্টি ক্রিকেটের দানব বলে দিলেন এটি হবে সেরা বিপিএল

টি-টোয়েন্টি ক্রিকেটের দানব বলে দিলেন এটি হবে সেরা বিপিএল

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে বেশ পরিচিত মুখ ড্যারেন স্যাম। যাকে ক্রিকেট বিশ্বে বেশিভাগই চিনে টি-টোয়েন্টি ক্রিকেটের দানব হিসেবে। যিনি ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের মোট ১৩টি দলের হয়ে খেলেছেন টি-টোয়েন্টি। এছাড়াও ক্যারিবিয়ান এই তারকা নেতৃত্ব দিয়েছেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, দক্ষিণ আফ্রিকায় টাইটান্সকে। স্যামির ১৪তম টি-টোয়েন্টি দল হতে যাচ্ছে রংপুর রাইডার্স। নতুন দলের হয়ে শনিবার অনুশীলন করেছেন মিরপুর একাডেমি মাঠে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, এটি হবে সেরা বিপিএল এবং আশা করি, বিনোদনদায়ী ও সফল একটি টুর্নামেন্ট হবে।তিনি আরো বলেন, এই টুর্নামেন্টের খেলা এবারের আগে আমি দেখেছি। যে ধরনের ক্রিকেটাররা এখানে এসেছে, এটাই বলে দেয় যে ক্রিকেটাররা বাংলাদেশে এসে খেলতে কতটা আগ্রহী। আমি নিজেও নতুন দলের জার্সিতে নিজেকে মেলে ধরতে প্রস্তুত।” স্যামির নেতৃত্বে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগামী মার্চে ভারতে বসতে যাচ্ছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়কের বিশ্বাস, বিপিএল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটার খুঁজে পাবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ কাছে চলে আসছে। আশা করি, বেশ কিছু তরুণ ক্রিকেটার এই টুর্নামেন্ট থেকে পাবে বাংলাদেশ। দেশের হয়ে যারা খেলছে না, ওদের জন্যও কিছু করে দেখানোর সুযোগ এই টুর্নামেন্ট। ২১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে