শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ১০:২৯:১৬

নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে ইংলিশ ক্রিকেটে তাক লাগালেন বাটলার

নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে ইংলিশ ক্রিকেটে তাক লাগালেন বাটলার

স্পোর্টস ডেস্ক: নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে ইংলিশ ক্রিকেটে আরো একটি তাক লাগালেন জস বাটলার। ওযানডেতে ইংল্যান্ড ক্রিকেট টিমের সর্বোচ্চ দ্রুততম সেঞ্চুরির মালিক তিনি। তার এই রেকর্ডের দিনে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে দিয়েছে ইংলিশরা। শনিবার দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে চার নম্বরে ব্যাটিং-এ নেমে ৫২ বলে ১১৬ রানে অপরাজিত ইনিংস খেলেন বাটলার। মাঠে নেমেই শুরুতে ব্যাটিং ঝড় শুরু করেন বাটলার। পাকিস্তানের বোলারদের নিচু সারির বোলার বানিয়ে স্কোরবোর্ডে রানের গতি অনেকখানি বাড়িয়ে দেন তিনি। তার কারণে শেষ ১০ ওভারে ১২৯ রান পায় ইংল্যান্ড। আর ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন তিনি। ৪৬ বলে স্পর্শ করেন তিন অংকের কোটা। এর আগে ২০১৪ সালে লর্ডসে শ্রীলংকার বিপক্ষে ৬১ বলে সেঞ্চুরি করেছিলেন বাটলার। এদিন ১০টি চার ও ৮টি ছক্কায় ৫২ বলে ১১৬ রানে অপরাজিত থাকেন বাটলার। ইংলিশ ছুয়ে দেওয়া ৩৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে সঠিক পথেই হাটচ্ছিলো পাকিস্তান। কিন্তু কোন ব্যাটসম্যানই বড় ইনিংস বা বড় জুটি গড়তে পারছিলেন না। সকলেই মাঝারি আকারের ইনিংস খেলেন। তাতে ম্যাচ হার নিশ্চিত হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ৪০.৪ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে শোয়েব মালিক ৫২, বাবর আজম ৫১ ও আজহার আলী ৪৪ রান করেন। ইংল্যান্ডের পক্ষে মঈন আলী ও আদিল রশিদ ৩টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। সিরিজ সেরার পুরস্কারটাও পেয়েছেন তিনি। ২১ নবেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে