নেইমার-সুয়ারেজের দাপটে ধরাশায়ী রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক : নেইমার-সুয়ারেজের দুর্দান্ত ফর্মে সামনে দাঁড়াতে পারলো না রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলের ব্যবধানে রিয়ালকে পরাজিত করে লা লিগার শিরোপা লড়াইয়ে এগিয়ে গেল বার্সেলোনা। পুরো খেলায় মেসির অভাব বুঝতেই দেননি নেইমার-সুয়ারেজ জুটি।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাবেউয়ে প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হওয়া ম্যাচে প্রথম থেকে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। প্রথমার্ধের সপ্তম মিনিটে লেফট ব্যাক জর্দি আলবার বাড়ানো বল থেকে ডি-বক্সের ভেতর থেকে সুয়ারেসের ব্যাক পাসে লক্ষ্যভ্রষ্ট শট নেন নেইমার। প্রথমে লক্ষ্যভ্রষ্ট হলেও এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বার্সেলোনা। একাদশ মিনিটে সের্হিও রবের্তোর মাপা বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন সুয়ারেস।
২৪তম মিনিটে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামেস রদ্রিগেস। নেইমারের ফ্রি-কিক বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান কেইলর নাভাস। চোট পেয়েই ২৬তম মিনিটে মাঠ চাড়তে হয় মাসচেরানোকে। তার বদলে নামেন জেরেমি ম্যাথিউ। ৩৮তম মিনিটে বার্সার রক্ষণে প্রবল চাপ তৈরি করে রিয়াল। তবে পরের মিনিটেই পাল্টা আক্রমণে গোল করে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সেলোনা।
ইনিয়েস্তার বাড়ানো বলে নেইমারের বাঁ পায়ের নিখুত শটে কেইলর নাভাসকে পরাস্ত করে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। লিগে এই মৌসুমে নেইমারের গোল হলো ১২টি। ৫২তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে নেইমারের বাঁকানো ফ্রি-কিক লাফিয়ে উঠে দারুণভাবে সেভ করেন নাভাস। তবে পরের মিনিটে ইনিয়েস্তাকে ঠেকাতে পারেননি কোস্টা রিকার এই গোলরক্ষক।
ইনিয়েস্তা বল বাড়িয়েছিলেন নেইমারকে। দারুণ ব্যাক ফ্লিকে বল ইনিয়েস্তাকে ফেরত পাঠান নেইমার। জোড়ালো শটে উপরের ডান কোণা দিয়ে জালে বল ঢোকান বার্সেলোনার এই প্লেমেকার। টানা ১৯টি গোলের পর অবশেষে নেইমার-সুয়ারেস ছাড়া বার্সেলোনার অন্য কেউ প্রতিপক্ষের জাল খুঁজে পেলেন।
একটু পরই দারুণ খেলতে থাকা হামেস রদ্রিগেসকে উঠিয়ে ইসকোকে মাঠে নামান রাফায়েল বেনিতেস। আর রাকিতিচের বদলে প্রায় দুই মাস পর মাঠে নামেন মেসি।
৬৬তম মিনিটে ডি-বক্সের মধ্যে সুয়ারেস শট নিতে পারেননি। নেইমারের পাস থেকে পরক্ষণেই জোরালো শট নিয়েছিলেন মেসি, তবে গোল হয়নি। ৬৮ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ এসেছিল। ডি-বক্সের ভেতর খুব কাছ থেকে রোনালদোর শট দারুণ দক্ষতায় সেভ করেন ব্রাভো।
চার মিনিট পর মেসির বাড়ানো বল থেকে সুয়ারেসের শট কোনোমতে ফেরান রামোস। তবে দুই মিনিট পই মেসির বাড়ানো বল থেকে অফসাইডের ফাঁদ ভেঙে স্কোর ৪-০ করে ফেলেন সুয়ারেস। ৮৪ তম মিনিটে নেইমারকে পেছন থেকে লাথি মেরে লালকার্ড দেখেন হামেস রদ্রিগেস। এই জয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হলো বার্সেলোনার। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৪।
২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস