স্পোর্টস ডেস্ক: আগামী পাঁচ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সিরিজ শুরু হচ্ছে। ভারত সফরের দলে তিনজন স্পিনারকে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তাহিরকে দলে ফেরানো হয়েছে। এছাড়াও সাইমন হার্মারের সঙ্গে দলে রাখা হয়েছে আর এক অফ ব্রেক বোলার ডেন পিয়েড।
ঘূর্ণি উইকেট করলে ভারতের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। কোহলিদের সতর্ক করে দিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
সৌরভ বলেছেন, তাহির খুবই ভালো স্পিনার। ভারতীয় পরিবেশে তিনি বিপজ্জনক হয়ে উঠতে পারেন। সৌরভ বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতের স্পোর্টিং উইকেট করা উচিত। তার বদলে ঘূর্ণি পিচ করা হলে ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন তাহির।
সৌরভ আরও বলেছেন, এটা একটা লম্বা সফর। চারটি টেস্টেই ভারত খারাপ খেলবে বলে আদৌ মনে হয় না। ভারতকে হারাতে দক্ষিণ আফ্রিকাকে অনেক বেশি ভালো খেলতে হবে।
বর্তমানে টেস্ট দলগুলির শীর্ষ তালিকা রয়েছে দক্ষিণ আফ্রিকা। গত নয় বছরে তারা মাত্র দুটি সিরিজে হেরেছে। বিদেশে শেষবারের মতো ২০০৬-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হেরেছে তারা। কিন্তু সৌরভ মনে করেন, ভারতে এসে সিরিজ জেতাটা সহজ হবে না হাসিম আমলার দলের। ভারতের মাটিতে ভারতকে হারানো তাদের পক্ষে খুবই কঠিন হবে।
১৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস