রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ১০:২১:৩৩

ঢাকায় অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই!

ঢাকায় অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই!

স্পোর্টস ডেস্ক : নাটকীয় পরিস্থিতির মধ্যে আবার ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই সিরিজ হতে পারে ভারতীয় উপমহাদেশেই। আপাতত যা পরিস্থিতি, তাতে বাংলাদেশ বা শ্রীলঙ্কার মধ্যে কোনও একটা দেশে হতে পারে এই সিরিজ। সিরিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর। বৈঠকে থাকবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রধান জাইলস ক্লার্ক এবং পাক বোর্ড প্রধান শাহরিয়র খান। এখনও পর্যন্ত বাংলাদেশই সিরিজ করার ব্যাপারে এগিয়ে। পাকিস্তান বোর্ডও চাইছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বাংলাদেশেই সিরিজটা হোক। পাক বোর্ড মনে করছে, বাংলাদেশে সিরিজ হলে ভিড় বেশি হবে এবং সে ক্ষেত্রে ‘গেট মানি’ও বেশি পাওয়া যাবে। এ বারের সিরিজটা পাকিস্তানেরই হোম সিরিজ। ভারতীয় বোর্ডকে সেই মতো প্রস্তাবও দেওয়া হয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে সংক্ষিপ্ত একটা সিরিজ হতে পারে। তবে কোনও টেস্ট ম্যাচ হবে না। আপাতত ঠিক আছে তিনটে ওয়ান ডে এবং দুটো টি-টোয়েন্টির সিরিজ হবে। পাকিস্তানের ‘হোম সিরিজ’ হয়ে থাকে সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু বিসিসিআই জানিয়ে দিয়েছে, ভারত সরকার সেখানে গিয়ে ধোনি-বিরাট কোহলিদের খেলার অনুমতি দেবে না। পাকিস্তানকে ভারতে এসে খেলার আমন্ত্রণ জানিয়েছিল বিসিসিআই। কিন্তু ঘটনা হল, পাক সরকার আবার সে অনুমতি দিতে রাজি নয়। যদিও পাক ক্রিকেটারদের এ দেশে এসে খেলার ব্যাপারে কোনও আপত্তি নেই বলেই জানা গিয়েছে। তাঁরা মনে করেন, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, চেন্নাইয়ে এসে খেললে তাঁদের কোনও সমস্যা হবে না। কিন্তু পাক সরকার সে বক্তব্য মানতে রাজি নয়। ফলে উঠে এসেছে প্রতিবেশী দুই দেশের নাম। যেখানে এগিয়ে বাংলাদেশই। এ বার ভারতীয় বোর্ড কী করে, সেটাই দেখার।-আনন্দবাজার ২২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে