আশরাফুলের বিশেষ অনুরোধ
স্পোর্টস ডেস্ক: বিপিএল দ্বিতীয় আসরে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখার কষ্ট যে কতখানি তা আশরাফুলের চেয়ে ভালো কেউ বুঝে না। তাই ঘুরেফিরে বিপিএল আসতেই সবার মুখে আশরাফুল প্রসঙ্গ। জানিয়েছেন, এই ফিক্সিংয়ের কারণেই সবকিছু শেষ হয়ে গেছে তার।
নিজের বাজে অভিজ্ঞতার কারণেই তাই তৃতীয় আসরকে সামনে রেখে ক্রিকেটারদের সতর্ক করলেন আশরাফুল। তার অবস্থা দেখেই সবাইকে দেখে শিক্ষা নেওয়া উচিৎ উল্লেখ করে দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বলবো শুধু বিপিএল নয়, সব ধরণের ক্রিকেটেই প্রতিটি ক্রিকেটারের জন্য আমি উদাহরন ও শিক্ষা। এই একটি কাজের জন্য আমি ১৩ বছর দেশকে অনেক কিছুই দিয়েও এখন আমার মূল্য কিছুই নেই। আমার মান সম্মান এমনকি অর্থ সবই শেষ। তাই আমি মনে করি আমাকে দেখে পরিনতি দেখে প্রতিটি ক্রিকেটাকে শিক্ষা নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিপিএলে খেলার সময় অনেক ক্রিকেটাররের জন্য খরাপ মুহুর্ত আসবে। হয়তো তাকে খেলানো হবেনা, বা ঠিক মত টাকাও দেয়া হবোন। তাই বলে এই ফিক্সিংয়ে জড়ানো যাবেনা। এমনকি কেউ যদি ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেয় সেটি সরাসরি বিপিএল গভর্নিং কাউন্সিল, বিসিবি ও আকসুকে জানাতে হবে। আমি মনে করি টাকার চেয়ে মান সম্মান ও মাঠের খেলা বড়। এই দুটি থাকলে টাকা আসবেই।’
তবে এবারের তৃতীয় আসরটিকে ইতিবাচক হিসেবে দেখছেন আশরাফুল। তার কারণ, প্রায় প্রতি দলেই রয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট লোক। তারপরেও ক্রিকেটারদেরকে এসব থেকে দূরে থাকার ব্যাপারে সতর্ক করলেন তিনি।
বললেন, ‘আগের দুইবারে বিপিএল ফ্রাঞ্জাইজির মালিকদের বেশির ভাগই খেলা বুঝতেন না। এবার যতটা জানি ও দেখতেছি, প্রায় সব দলেই ক্রিকেট ভালবাসেন, ক্রিকেট বোঝেন ও ক্রিকেট সংশ্লিষ্ট লোক আছে। তারপরও বলবো যাদি কোন দল ক্রিকেটারকে অসৎ হতে বলে তারা যেন তা না হয়। আর দলগুলোর উপরও যেন বিসিবি ও আইসিসি নজর রাখে। যেন তারা আমার মত আর কোন আশরাফুল সৃষ্টি করতে না পারে।’
২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর