স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জিততে মরিয়া অস্ট্রেলিয়া৷ অক্টোবরে দু’ টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে যাচ্ছে স্টিভ স্মিথ অ্যান্ড কোং৷
অ্যাশেজ হারের পর এটাই প্রথম টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার৷ ২০০৬-এ বাংলাদেশে গিয়ে ২-০ টেস্ট সিরিজ জিতে ছিল অজিবাহিনী৷ সিরিজ জিতলেও বাংলাদেশ পাটা পিচে বেশ সমস্যা পড়তে হয়েছিল অজি ব্যাটসম্যানদের৷ এবার সেখান থেকে শিক্ষা নিয়ে মাঠে নামতে চান স্মিথরা৷
ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ হারের পর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানান মাইকেল ক্লার্ক৷ তার পরই টেস্টের নেতৃত্বে ওঠে স্মিথের হাতে৷ শনিবার সিডনিতে অজি অধিনায়ক বলেন, ‘নেতৃত্বের ব্যাপারে আমার মানিয়ে নিতে একটু সময় লাগবে৷ অস্ট্রেলিয়াতে আমরা আক্রমণাত্মক খেললেও উপমহাদেশে সেটা হবে না৷ ওখানে ব্যাটসম্যানদের আউট করতে বোর হতে হবে৷’
বাংলাদেশ সফরে মিচেল জনসন ও জোস হ্যাজেলউডকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ ফলে অজি পেস আক্রমণে থাকছেন পিটার সিডল, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।
১৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/অল-আমিন/এএস