বিপিএলে ফিক্সিং রুখতে সর্তক অবস্থানে বিসিবি
স্পোর্টস ডেস্ক: বিপিএল তৃতীয় আসরে যাতে কোন রকম ম্যাচ পাতানোর মত ঘটনা না ঘটে সে জন্য বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়েছে নতুন উদ্যোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়, ক্রিকেটারদের উপর নজরদারি রাখতে এবার টিম হোটেলেও নিয়োজিত থাকবে বোর্ডের দূর্নীতি দমন ইউনিট (আকসু)।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক সংবাদ মাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন। চলতি আসরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আকসু নয় বরং বিসিবির আকসুর উপরেই ভরসা রেখেছে বিপিএল গভর্ণিং কাউন্সিল।
সংবাদ মাধ্যমকে ঈসমাইল হায়দার মল্লিক বলেন, ‘ফিক্সিং বিষয়ে এবার আমরা বেশ সর্তক অবস্থানে রয়েছি। আমাদের জন্য এটি প্রতিরোধ করা বড় একটি চ্যালেঞ্জ। তাই এবার সরাসররি বিসিবি আকসু কাজ করছে। প্রত্যেকটা ক্রিকেটার ও তাদের দলের উপর নজর রাখতে হোটেল গুলোতেও থাকবে আকসুর কর্মকর্তারা।’
যদি কোন খেলোয়াড় বা কর্মকর্তা ফিক্সিংয়ের মত অন্যায় কাজে জড়িত হয়ে পড়ে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান এই কর্মকর্তা।
২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর