স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে দীর্ঘ ২২ বছর পরে টেস্ট জিতেছে ভারত। আর এই জয়ে সবচেয়ে বড় অবদান আজিঙ্কা রাহানের। তাই ভারতবাসীর মনের মধ্যে রাহানে গেঁথে গেছেন এটা বলার অপেক্ষা রাখে না। তাই ভারতীয় এই নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটসম্যানকে আজীবন সম্মাননা দিল মুম্বইয়ের ঐতিহ্যশালী ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া।
জমকালো এক অনুষ্ঠান করে তার স্ত্রী রাধিকাসহ রাহানেকে ওই সদস্যপদ কার্ড প্রদান করেন সংস্থার সভাপতি কেকু নিকলসন। ৮২ বছরের পুরনো দক্ষিণ মুম্বইয়ের এই ঐতিহ্যমণ্ডিত ক্লাবের সদস্য হতে পেরে আপ্লুত রাহানে। জানালেন, ছোটবেলা থেকেই এই ক্লাবের সদস্য হওয়ার মনস্কামনা ছিল তাঁর।
২৭ বছরের ক্রিকেটার বলেন, ছোটবেলায় যেবার প্রথমবার এই ক্লাবে ক্রিকেট শিবিরে এসেছিলাম, এখানকার পরিবেশে একটা ইতিবাচক দিক ছিল।
১৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস