রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৭:১৯:৩৫

দ্রাবিড়ের ছেলেরা বাবার মতো নয়, ডি-ভিলিয়ার্সের মতো হতে চায়

দ্রাবিড়ের ছেলেরা বাবার মতো নয়, ডি-ভিলিয়ার্সের মতো হতে চায়

স্পোর্টস ডেস্ক: টেস্ট, ওয়ানডে, টি-২০ যেখানে যেমন খেলার প্রয়োজন এবি ডি-ভিলিয়ার্স সেখানে ঠিক তেমনিই খেলে থাকেন। তাই তো ক্রিকেটের এই সময়ে ডি ভিলিয়ার্স মানেই মাঠে বাড়তি উন্মাদনা। কিন্তু ভারতের এক সময়ের দেয়াল ব্যাটসম্যান খ্যাত রাহুল দ্রাবিড়ের দুই ছেলে বাবার মতো ক্রিকেটার হতে চায় না, বরং তারা হতে চায় দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডি-ভিলিয়ার্সের মতো। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, যে ফরম্যাটের কথাই বলা হোক, সব মঞ্চেই ব্যাটিংয়ের শেষ কথা এই মুহূর্তে ডি ভিলিয়ার্স। দলের প্রয়োজনে ৩১ বলে সেঞ্চুরি করতে পারেন আবার, ম্যাচ বাঁচাতে ২২০ বল খেলে মাত্র ৩৬ রান করার ধৈর্যও দেখাতে পারেন। এই তো সেদিন বেঙ্গালুরু টেস্টে পুরো দল যখন খাবি খাচ্ছে তখন বুক চিতিয়ে একাই লড়লেন তিনি। প্রয়োজনমতো খেলার ধরন পাল্টে ফেলতে পারেন বলেই এই প্রোটিয়া ক্রিকেটার এখন বিশ্বব্যাপী সমাদৃত। অগণিত ভক্ত তাঁর। ভারতের বিপক্ষে সিরিজ খেলার সময়ই বোঝা গিয়েছে ক্রিকেট বিশ্বে তাঁর অবস্থান। ভারতের বিপক্ষে সমানে চার ছক্কা হাঁকাচ্ছেন ডি ভিলিয়ার্স আর স্বাগতিক দর্শকেরা তালি দিচ্ছেন, ডি ভিলিয়ার্সের নাম ধরে স্লোগান দিচ্ছেন! দ্রাবিড়ের সন্তানেরাও এর বাইরে নয়। ভারতীয় ‘এ’ দলের কোচ নিজের ছেলেদের ডি ভিলিয়ার্স-প্রীতির কথা জানালেন, ‘এভাবে ব্যাট করলে আপনি জনপ্রিয় হতে বাধ্য। আমার ছেলেরা যখন খেলে তখনই এটা বোঝা যায়। ওরা সব সময় এবি’র মতো শট খেলতে চায়। তরুণ সব ক্রিকেটারদের মতো ওরাও চায় ডি ভিলিয়ার্সকে অনুসরণ করতে। তবে খুব দ্রুতই ওরা বুঝতে পারবে কাজটি কত কঠিন।’ ক্রিকেটে এখন ডি ভিলিয়ার্স মানেই এক নেশার নাম। পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪৬ বলে ১০০ রান করা জস বাটলারও জানিয়েছেন, ডি ভিলিয়ার্সকে আদর্শ মানেন তিনি। ওয়ানডে ক্রিকেটের ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরির মালিক যখন ডি ভিলিয়ার্সকে আদর্শ মানেন, তখন দ্রাবিড়ের ছেলেদেরই বা দোষ কি। সময়টাই যে এখন ডি ভিলিয়ার্সের! সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২০১৫/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে