পাক-ভারত সিরিজ হতে পারে বাংলাদেশে
স্পোর্টস স্কে: ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজ সংযুক্ত আরব আমিরাতে খেলতে চাচ্ছে না। এদিকে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারত সফরের গিয়ে খেলতে ইচ্ছুক না। তাই বাংলাদেশ বা শ্রীলঙ্কার মধ্যে কোনও একটা দেশে হতে পারে ইদো-পাক সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান। এফটিপি জানিয়েছে, এ ব্যাপারটি ভারতীয় বোর্ডকে সেই মতো প্রস্তাবও দেয়া হয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ইতোমধ্যেই এই সিরিজ নিয়ে আলোচনা করতে দুবাই পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর। বৈঠকে থাকবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রধান জাইলস ক্লার্ক এবং পাক বোর্ড প্রধান শাহরিয়ার খান। এখনও পর্যন্ত বাংলাদেশই সিরিজ করার ব্যাপারে এগিয়ে। পাকিস্তান বোর্ডও চাইছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বাংলাদেশেই সিরিজটা হোক। পাক বোর্ড মনে করছে, বাংলাদেশে সিরিজ হলে দর্শক বেশি হবে এবং সে ক্ষেত্রে ‘গেট মানি’ও বেশি পাওয়া যাবে।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে সংক্ষিপ্ত একটা সিরিজ হতে পারে। তবে কোনো টেস্ট ম্যাচ হবে না। আপাতত ঠিক আছে তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচের সিরিজ হবে।
২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস