বার্সার ঘরে আনন্দ মিছিল
স্পোর্টস ডেস্ক: নিওনেল মেসিকে নিয়ে আসলে এক বিশেষ রহস্য সম্বন্ধে বলে, যেটাকে নিগূঢ়তত্ত্ব বলা হয়। এর উৎস হলেন ঈশ্বর। যে ঈশ্বর কিছুদিন আগে মেসিকে ইনজুরিতে আক্রান্ত করেছিলেন আবার সে ঈশ্বরেই দ্রুত মেসিকে ফেরে দিয়েছে বার্সেলোনার ঘরে। বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ড এত দ্রুত মাঠে ফিরতে পারায় সতীর্থদের মাঝে এখন বইছে আনন্দের মিছিল। গত শনিবার লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতে এসেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়া বার্সেলোনার আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে লিওনেল মেসির মাঠে ফেরা। ফেরার ম্যাচে মেসি গোল পাননি বা সতীর্থদের গোলে অবদানও রাখতে পারেননি। ম্যাচ শেষে মেসির ফেরা নিয়ে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস বলেন,আমরা আগ্রহ ভরে মেসির ফেরার অপেক্ষা করছিলাম। সে ভালো আছে এবং ফিরেছে বলে আমরা আনন্দিত। সে যখন চোটে ছিল, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, যোগ করেন সুয়ারেস।
ম্যাচ শেষ এনরি ব্যাখ্যা বলেন মেসিকে পেয়ে আমরা অনেক আনন্দিত। শুরুতে না নামিয়ে মেসিকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়াটা তুলনামূলক সহজ ছিল। এত দিনের চোট কাটিয়ে ফেরার পর এটাই সেরা সিদ্ধান্ত হবে বলে আমার ও তার কাছে মনে হয়েছে।
২২ নবেম্বর,২০১৫/এশটি নিউজ২৪/আল-আমিন/এএস