রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ১০:৫০:৫৬

সাঙ্গাকারার সাথে পারলেন না মাশরাফি

সাঙ্গাকারার সাথে পারলেন না মাশরাফি

স্পোর্টস ডেস্ক: দারুণ উত্তেজনা ও নাটকীয়তা পরিপূর্ণ এক ম্যাচ দিয়ে পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের। টি-টোয়েন্টি ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে থাকা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পারলেন না মাশরাফির দল কুমিল্লা ভিক্টোলিয়ান্সরা। সাঙ্গারা ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখে সহজেই ম্যাচ জিতে নেন। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১১০ রান সংগ্রহ কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ঢাকা ডায়নামাইটস। দলের পক্ষে শামসুর রহমান ১৯, নাসির জামশেদ ৪৪, কুমার সাঙ্গাকারা ২৫, মোসাদ্দেক হোসেন ৭, রায়ান টেন টেন ডেসকাট ৮ ও নাসির হোসেন ৫ রান করেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে মাশরাফি বিন মুর্তজা ১টি, আবু হায়দার ২টি ও সুনিল নারিন ১টি করে উইকেট নিয়েছেন। এদিন ঢাকা ডায়নামাইটসের ইনিংসের গোড়াপত্তন করতে নামেন শামসুর রহমান ও নাসির জামশেদ। ইনিংসের পঞ্চম ওভারে মাশরাফির বলে মারলন স্যামুয়েলসের হাতে ক্যাচে পরিণত হন শামসুর রহমান। সাঙ্গাকারাদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ৮৪ রানে। নাসির জামশেদকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সুনিল নারিন। আর দলীয় ৯৮ রানে সাঙ্গাকারাকে বোল্ড করেন আবু হায়দার রনি। সাঙ্গাকারার পর মোসাদ্দেক হোসেন সৈকতকে সুনিল নারিনের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান রনি। এই ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলীয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সর্বোচ্চ ২৫ রান করেন। আর ঢাকা ডায়নামাইটসের পক্ষে আবুল হাসান ৩টি, মোশাররফ হোসেন ২টি, মুস্তাফিজুর রহমান ১টি ও ফরহাদ রেজা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন আবুল হাসান রাজু। ২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে