প্রথম ম্যাচে হেরে সতীর্থদের যা বললেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক : প্রাণপণ লড়াই করেও পারলেন না মাশরাফি বিন মুর্তজার দল। অবশ্য প্রশংসা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা। কিন্তু লড়াই করার মতো পুঁজি গড়তে না পারায় ব্যাটসম্যানদের সতর্কবার্তা দিলেন অধিনায়ক মাশরাফি।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ রানে প্রথম ব্যাটসম্যানকে হারায় কুমিল্লা। শুরু থেকেই উইকেট হারানোর বিষয়টি মানতে পারছেন না মাশরাফি।
আসার পথে কথা হচ্ছিল কুমার সাঙ্গাকারার সঙ্গে। প্রথম ম্যাচের দ্বিতীয় ম্যাচে উইকেট অনেকটা মন্থর হয়ে পড়েছিল। আসলে প্রথম ৬ ওভারে অনেক বেশি শট খেলেছি, বললেন মাশরাফি।
এসময় তিনি ব্যাটসম্যানদের কাছ থেকে আরো দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশার কথা জানান। এভাবে শট খেললে সমস্যা হবে। খুব বাজে ক্রিকেট খেলেছি। ব্যাটসম্যানদের বুঝেশুনে ব্যাটিং করা দরকার ছিল। শুরু থেকেই ১৯০ রানের লক্ষ্য মানে খুব কঠিন।
২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�