সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০১:০৮:১৬

বোলারদের উপর খুশি হয়ে যা বললেন মাশরাফি

বোলারদের উপর খুশি হয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ১১০ রানের পুঁজি নিয়েও শেষ ওভার পর্যন্ত প্রাণপণ লড়াই করেও পারলেন না মাশরাফি বিন মুর্তজার দল। অবশ্য প্রশংসা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক জানিয়েছেন, নাসির হোসেনের ‘টপ এজ’ লিটন দাসের গ্লাভসবন্দি হলে হয়ত সেই সম্ভাবনা তৈরি হত। রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা ডায়নামাইটসকে ১১১ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। শেষ পর্যন্ত চার বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় কুমার সাঙ্গাকারার ঢাকা। খেলার শেষে মাশরাফি জানান, ছোট্ট পুঁজি নিয়েও বোলাররা শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে যেতে পারায় তিনি খুশি। বলেন, ওরা যে হাল ছেড়ে দেয়নি এতে আমি খুশি। নাসিরের টপ এজটা যদি চার না হয়ে ক্যাচ হয়ে যেত, তাহলে শেষ চার বলে ওদের চার রান দরকার হত। তখন যে কোনো কিছু হতে পারত। সাঙ্গাকারাকে বোল্ড করে হায়দারের শুরুটাকে প্রশংসা করে দেশসেরা অধিনায়ক মাশরাফি বলেন, “বোলাররা ভালো বল করেছে। ওরা সবাই ভালো জায়গায় বল করেছে। ওরা যদি ভালো বল না করত তাহলে ঢাকার ব্যাটসম্যানরা অবশ্যই সুযোগ নেওয়ার চেষ্টা করত। অভিষেকে হায়দার আজ খুব ভালো বল করেছে। ২৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে