স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে অনেক সময় ব্যাটিং বোলিংয়ের মধ্যে কথা কাটাটাটি হয়ে থাকে। কখনো কখনো খেলোয়াড়রা আম্পায়ারদের সাথেও কথাকাটি করে থাকে-এমন দৃশ্য ক্রিকেট বিশ্ব বহুবার দেখেছে। তবে ক্রিকেট বিশ্ব হয়তো ম্যাচ চলাকালীন সময়ে ব্যাটিং ও বোলিংয়ের ভয়াবহ মারামারির দৃশ্য কখনোই দেখেনি।
এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে গত ১২ সেপ্টেম্বর, বারমুডায়। খেলার মাঝখানেই ব্যাটসম্যান ও প্রতিপক্ষের ক্রিকেটারদের মধ্যে প্রথমে কথার লড়াই পরে মারামারি শুরু হয়। চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টের ম্যাচে লড়াই শুরু হয় জেসন অ্যান্ডারসন ও জর্জ ও’ব্রায়েনের মধ্যে। আর সেখান থেকে গোটা দলেই ছড়িয়ে পড়ে এই ‘অভদ্রতা’। এ ঘটনায় আহত হয়েছেন দুই ক্রিকেটার।
এক পর্যায় মাঠ কর্তৃপক্ষ ছুটে আসেন মাঠের ভেতরে। পরে আম্পায়াররা খেলা বন্ধ ঘোষণা করে তাদেরকে থামিয়ে দেন। তবে এ ঘটনার জন্য বারমুডার ক্লিভেল্যান্ড কাউন্টি ক্রিকেট ক্লাবের ক্রিকেটার জেসন অ্যান্ডারসনকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব কতৃপক্ষ। একই সাথে জাতীয় দলের এই ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করেছে বারমুডা ক্রিকেট বোর্ডও।
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর