সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০১:৫৬:৪২

একান্তে অনুষ্কাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি

একান্তে অনুষ্কাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : বান্ধবী অনুষ্কা শর্মাকে নিয়ে দু’দিনের ছুটিতে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি গোয়া বেড়াতে গিয়েছিলেন। গোয়া–ফেরত বিরাট–অনুষ্কার সেই ছবি মুম্বাই বিমানবন্দরে পেয়েছেন আলোকচিত্রীরা। দেখা যাচ্ছে, বিরাট হাসছেন। আবার মজা করে হাতের ট্রলি দিয়ে মুখ লুকোচ্ছেন। পাশে তা দেখে হাসছেন বান্ধবী অনুষ্কা শর্মা। সত্যি, এই বিরাট কোহলি অনেক বদলে গেছেন। আর রেগে যান না আগের মতো। নিজেকে লুকিয়ে ফেলতে চান না। বরং এখন নিজের ‘সম্পর্ক’ নিয়ে প্রকাশ্যে দাঁড়াতে ভালবাসেন। একটানা ক্রিকেটের মাঝে ভারত অধিনায়ক চেয়েছিলেন একান্তে ছুটি কাটাতে। বান্ধবীর সঙ্গে ছুটি কাটিয়ে সতেজ হয়েই ভারতীয় অধিনায়ক দলের সঙ্গে যোগ দিলেন নাগপুরে। মাঝের কয়েকটা দিন ছুটি কাটিয়ে ভারতীয় ক্রিকেটাররাও রবিবার রাতের মধ্যেই ঢুকে পড়লেন ভারতীয় বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহরের শহর নাগপুরে। ক্রিকেটাররা যে যাঁর নিজেদের শহর থেকে এলেন নাগপুরে। রবিবার বেশি রাতে এলেন দিল্লি থেকে ইশান্ত শর্মা, শেখর ধাওয়ান, অমিত মিশ্ররা। রোববার রাতেই কলকাতা থেকে নাগপুরে পৌঁছান উইকেটকিপার ঋদ্ধিমান সাহাও। দক্ষিণ আফ্রিকা শিবির শনিবারই পৌঁছে যায়। সোমবার দুপুরে ভারতীয় দল অনুশীলনে নামবে। ভারতীয় শিবির বোর্ড সভাপতির ঘরের মাঠ জামঠাতেই সিরিজের ফয়সালা করে নিতে চাইছে বলে খবর। কারণ, জামঠায় বিদর্ভ ক্রিকেট অ‍্যাসোসিয়েশনের বাইশ গজের যে চিরপরিচিত ছবি, সেই ছবি খানিকটা বদলে গেছে। ‘বানাও টার্নিং পিচ’। সিরিজের নিষ্পত্তি নাগরপুরেই করার আবেদন বোর্ডের কাছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্টের। সেই কথা রাখা হচ্ছে বলেই খবর। পিচ ন‍্যাড়া। নাগপুরের বাইশ গজে যে পরিমাণ ঘাস থাকে তা নেই বললেই চলে। খেলা হবেই এখানে। কারণ, বেঙ্গালুরুর মতো বৃষ্টি নেই কমলালেবুর শহরে। শনিবারও গার্ডেন সিটিতে বৃষ্টি হয়েছে। কিন্তু নাগপুরে বৃষ্টির কোনও নামগন্ধ নেই। পূর্বাভাসেও নেই বৃষ্টি। ফলস্বরপ এখানে বৃষ্টির কারণে টেস্ট ম‍্যাচ বিঘ্নিত হওয়ার কোনও কারণ নেই। সিরিজে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বেঙ্গালুরু টেস্ট বৃষ্টিতে ভেস্তে গেছে। নাগপুরে যদি প্রোটিয়ারা টেস্ট হেরে যায় তাহলে সিরিজেই হেরে যাবে তারা। সেজন‍্য সর্তক হাসিম আমলার দল। রবিবার সকালে বেশ কিছুক্ষণ অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা। ২৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে