সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ০৭:৪১:১৩

খুবই বাজে খেলেছি : মাশরাফি

খুবই বাজে খেলেছি : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ‘প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচের উইকেট অনেক স্লোা হয়ে পড়েছিল। তারপরও এমন স্লো উইকেটে মাত্র ১১০ রান খুব বেশি নিরাপদ স্কোর নয়। আসলে আমাদের ব্যাটসম্যানরা খুবই বাজে ক্রিকেট খেলেছে।’ ম্যাচ শেষে এমন প্রতিক্রিয়াই জানালেন মাশরাফি। রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার রোববার বিপিএলের প্রথম ম্যাচে প্রায় দুই শ’ ছুঁই ছুঁই রান করেছিল দল দুটি। সেই প্রভাব পড়তে যাচ্ছিল দিনের দ্বিতীয় ম্যাচেও। যে কারণে দেখা গেছে প্রথম ছয় ওভারে খুব দ্রুত রান তুলতে চেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাতে উল্টো দলীয় ৩৬ রানেই পাঁচটি উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। শেষ পর্যন্ত এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। বিপিএলের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের কাছে ৬ উইকেটে হার মেনেছে কুমিল্লা।মাত্র ১১০ রানের পুঁজি নিয়ে লড়াই করা দুরহ ব্যাপার বলে মনে করছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি। টি২০ ফরম্যাটে প্রথম ছয ওভার খুবই গুরুত্বপূর্ণ; কিন্তু এই ছয় ওভারে বেশি হারে রান তুলতে গিয়ে দলকে বিপদে ফেলেছেন ব্যটসসম্যানরা। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আসলে প্রথম ৬ ওভারে আমরা অনেক বেশি শট খেলেছি। ওই সময় আমাদের ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল; কিন্তু তারা সে কাজটি মোটেও করতে পারেনি।’ প্রথম ম্যাচের রান উৎসবের জন্যই কি ব্যাটসম্যানরা বেশি শট খেলেছে? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন , ‘এভাবে শট খেললে সমস্যা হবেই। আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। আমাদের ব্যাটসম্যানদের ওই সময়ে বুঝেশুনে ব্যাটিং করা দরকার ছিল; কিন্তু তারা সেটি না কওে, উল্টো শুরু থেকেই ১৯০ রানের লক্ষ্য করলে ম্যাচটা আরো কঠিন হয়ে পড়ে।’ ২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে