আজ মুখোমুখি মুশফিক-মাহমুদুল্লাহ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমদিনের নাটকীয় ম্যাচের পর দ্বিতীয় দিনে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস এবং মুশফিকুর রহিমের সিলেট সুপার স্টারস।
বিপিএলের ঠাসা সূচিতে খেলা রয়েছে প্রত্যেকদিনই। বিশ্রাম নেয়ার সুযোগটা কমই পাবে দলগুলো। যেমন প্রথম দিন মাঠে নেমে কোন বিশ্রাম নেই। আবার দ্বিতীয়দিনও মাঠে নামতে হবে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সকে।
তবে প্রথম ম্যাচ বলে বরিশাল এবং সিলেট দু’দলই প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামতে চায়। যদিও দু’দল পরস্পর মুখোমুখি হচ্ছে না দ্বিতীয় দিন। দুপুর ২ টায় প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে সিলেট সুপার স্টারস। অথ্যাৎ মুখোমুখি হচ্ছে তামিম-মুশফিক। আর সন্ধ্যা ৬ টা ৪৫মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বরিশাল বুলস। অথ্যাৎ, মুখোমুখি সাকিব-মাহমুদুল্লাহ।
টি২০ ক্রিকেটে সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল বরিশাল বুলসের হয়ে খেলার কথা; কিন্তু ইনজুরির কারনে প্রথম কয়েকটা ম্যাচে ক্যারিবীয় ব্যাটিং দানবকে ছাড়াই মাঠে নামতে হবে বরিশালকে। গেইল না আসলেও তাতে কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন দলটির ক্রিকেটার শাহরিয়ার নাফীস। বরং বাংলাদেশি ক্রিকেটারদের উপরই আত্মবিশ্বাস রাখছেন এই ব্যাটসম্যান।
বরিশালের নাফীস বলেন, ‘আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। আইকন খেলোয়াড় মাহমুদুল্লাহ ভালো টাচে আছেন। সাব্বির ভালো করছে, এছাড়া রনি তালুকদার রয়েছে। বিদেশি খেলোয়াড়রাও যারা আছেন তারা ভালো করবে।’
এদিকে সাকিব আল হাসান-সৌম্য সরকারদের নিয়ে গড়া রংপুর প্রথম ম্যাচেই চিটাগাংয়ের বিপক্ষে দারুন জয় দিয়ে শুরু করেছে।
সাকিব আল হাসান আগের রাতেই ফিরেছেন যুক্তরাষ্ট্র থেকে। ফিরেই প্রথম ম্যাচে মাঠে নেমেছে। কিন্তু ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন তিনি। তারপরও মিসবাহ-উল-হক ও থিসারা পেরেরায় জিতেছে তার দল। সোমবার আরেকটি জয়ের অপেক্ষায় রয়েছে তারা।
এদিকে প্রথম ম্যাচে মোহাম্মদ আমির, তামিম ইকবাল ও দিলশান দারুণ খেলার পরও প্রথম ম্যাচে হেরেছে চিটাগং। দ্বিতীয় ম্যাচে তাই জয়ের বাইরে কিছু দেখছে না তারা। নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম বড় কোনো টুর্নামেন্টে খেললো মোহাম্মদ আমির। শুরুতেই দারুণ বোলিং করেছেন। ৩০ রানে নিয়েছেন চার উইকেট।
প্রথম ম্যাচে হারের কারণে, দ্বিতীয়ম্যাচে জয়টা হাতছাড়া করতে চান না তামিম ইকবাল। অন্যদিকে সিলেট সুপার স্টারসের পেসার রুবেল হোসেন প্রথম কয়েক ম্যাচ খেলতে না পারায় কিছুটা হতাশ কোচ সরোয়ার ইমরান। তবুও সিলেটের এই কোচের আশা, জয় দিয়েই শুরু করবে তার দল।
২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ
�