স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি দলটির টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ধোনির বিশ্রামের পর তাকে ওয়ানডের অধিনায়কও করা হবে বলে শোনা যাচ্ছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারো নেতৃত্বে ফিরছেন ধোনি।
টানা তিন মাস বিশ্রামে থাকার পর ফের সীমিত ওভারের ম্যাচে নেতৃত্ব দেবার জন্য মহেন্দ্র সিং ধোনিকে স্কোয়াডভুক্ত করতে যাচ্ছেন ভারতীয় নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-২০ ও এক দিনের আন্তর্জাতিক ম্যাচের হোম সিরিজের জন্য গঠন করা হবে ভারতের জাতীয় ক্রিকেট স্কোয়াড।
আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভারত সফর। সফরকে সামনে রেখে নির্বাচকরা ঘোষণা দিতে যাচ্ছে ভারতীয় টি-২০ ও ওডিআই স্কোয়াড। সফরের শুরুতেই রয়েছে তিনটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের সিরিজ। পাঁচ মাস পর ভারতের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ টি-২০ ক্রিকেটকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে টি-২০ ম্যাচের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে এই সফরে।
অবশ্য বিশ্রামে গেলেও ধোনি যে নিজের দক্ষতা ধরে রেখেছেন তার প্রমাণ মিলেছে দুই দিন আগে। লন্ডনের ওভালে একটি ‘চ্যারিটি’ ম্যাচে অংশ নিয়ে তিনি উইলোবাজিতে মেতে ওঠেন। তার ৩৮ রানের সংগ্রহে ভর করে জয় পায় ধোনির দল।
সূত্র - এনডিটিভি
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর