সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ১০:০৮:২০

আমিরকে আজীবন নিষিদ্ধ করতে হবে: পিটারসেন

আমিরকে আজীবন নিষিদ্ধ করতে হবে: পিটারসেন

স্পোর্টস ডেস্ক: পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ মাঠ কাঁপিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। কিন্তু তাকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া উচিত কি না নতুন করে আবারও বিতর্ক সৃষ্টি করেছেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। নিজের সাম্প্রতিক একটি বইয়ে পিটারসেন লিখেছেন, ‘আমি জানি আমিরের বয়স ছিল মাত্র ১৮ যখন সে এই ঝামেলায় জড়িয়েছিল। আমি এটাও জানি আমির ও আসিফ খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে এবং খুব অল্প সময়ে প্রচুর অর্থের প্রলোভন পেয়েছিল। তবে তাতে আমার কিছু যায় আসে না, তাদের কোনভাবেই ক্রিকেটে ফেরানো উচিত না।’ ব্যক্তিগতভাবে আমিরের প্রতি কোন অনুযোগ না থাকলেও ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই তাকে আর ফেরার সুযোগ না দেওয়ার পক্ষে পিটারসেন, ‘তাদের প্রতি আমার কোন ক্ষোভ নেই, আমি তাদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাই জানাই, কিন্তু ক্রিকেট খেলাটি আমাদের চেয়েও অনেক বড় ব্যাপার। আমরা হয়তো থাকবো না, কিন্তু এটা(ক্রিকেট) আরো বহুদিন বেঁচে থাকবে, আমাদের কোন অধিকার নেই একে কলঙ্কিত করার। আমরা অনেক ভাবেই ক্রিকেটটা খেলে থাকি, কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক, কখনো তীব্র প্রতিদ্বন্দীতায়। কিন্তু এখানে প্রতারণার স্থান নেই, কেউ যদি এর দায়ে ধরা পড়ে তবে তাকে আজীবন নিষিদ্ধ করতে হবে।’ উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ জানিয়েছেন, আমির খেলছেন বলেই বিপিএলে খেলার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এবার আমিরকে ক্রিকেটে ফেরানোর বিপক্ষে নিজের স্পষ্ট মতামত জানিয়ে দিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনও। ২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে