সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫, ১০:৪৮:৫৯

বিপিএলে আবারো অনিয়ম!

বিপিএলে আবারো অনিয়ম!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে ছিল নানা অব্যবস্থাপনা আর দ্বিতীয় আসর কলঙ্কিত হয়েছে ফিক্সিং কান্ডে। কিন্তু বিপিএলের তৃতীয় আসরের প্রথম দিনেই উঠেছে অনিয়মের অভিযোগ। গতকাল রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যে ম্যাচ চলার সময় মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেট খুলে দেয়া হয়। আর এই গেট দিয়ে ঢাকা ডাইনামাইটসের প্রায় দুই হাজার দর্শক মাঠে ঢুকে পড়ে। কিন্তু তাদের কাছে কোনো টিকেট ছিল না। এসব দর্শকদের চেক করার সময়ও মেলেনি। নিরাপত্তা কর্মীদের মিলেছে নিরব দর্শকের ভূমিকায়। ঘটনাটি নিজ চোখেই দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনাটি আসলে এমন নয়। বিসিবির দাবি যারা প্রবেশ করেছিল তাদের কাছে টিকিট ছিল। বিষয়টি সম্পর্কে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমি শুনেছি কিছু একটা হয়েছে। কিন্তু যারা প্রবেশ করেছিল তারা কেউ মাঠের মধ্যে ঢুকতে পারেনি। আমরা ঢাকা ডাইনামাইটসকে সতর্ক করে দিয়েছি। আমরা এই বিষয়টি সতর্কতার সঙ্গে দেখবো।’ এ বিষয়ে জানার জন্য বিসিবির প্রধান নিরাপত্তা পরামর্শক হোসেন ইমামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ২৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে